শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১২:০৩ am
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের প্রচার প্রচারণা শুক্রবার বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। রাজশাহী সিটি নির্বাচনে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট চারজন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত এ এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরশিদ আলম ফারুকী (হাতপাকা) ও জাকের পার্টির লতিফ আনোয়ার (গোলাপ ফুল)। প্রতীক বরাদ্দ পর প্রার্থীরা নির্বাচনী মাঠে নেমেছেন।
ইতোমধ্যেই প্রার্থীদের পোস্টার, ব্যানার, লিফলেট ও ফেস্টুন টাঙানোর জন্য ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। অন্য তিন মেয়র প্রার্থীরা প্রথম দিনে প্রচারণা প্রচারণা করতে দেখা গেছে। এ নির্বাচনের শুরু থেকেই প্রচারণাসহ সবদিকে এগিয়ে আছেন এএইচএম খায়রুজ্জামান লিটন।
খায়রুজ্জামান লিটনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোস্তাক হোসেন গণমাধ্যমকে বলেন, প্রতীক বরাদ্দ পর বিকেল নগরীর কাশিয়াডাঙ্গা মোড় থেকে অনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
এদিকে, জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন গণমাধ্যমকে বলেন, শুক্রবার থেকে নগরীতে তার পোস্টার টানানো হচ্ছে। ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং চলবে। এবার জাতীয় পার্টি অনেক উজ্জীবিত। দীর্ঘদিন পর লাঙল প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন নাগরিকরা। প্রচারে গুরুত্ব দেওয়া হবে সীমানা ঘেঁষা ওয়ার্ডগুলোকে।
ইসলামী আন্দোলন বাংলাদেশর প্রার্থী মুরশিদ আলম ফারুকী গণমাধ্যমকে জানান, পোস্টার ও প্রচার প্রচারণায় ভিন্নতা থাকবে হাতপাখার।
জাকের পার্টির মেয়র প্রার্থী লতিফ আনোয়ার বলেন, পোস্টার টাঙ্গানোর মধ্যে দিয়ে প্রচার প্রচারণা শুরু করা হয়েছে। আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রা/অ