শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০১:১৪ am
ক্রীড়া ডেস্ক :
ক্যারিয়ারের প্রায় পুরো সময়ই ইউরোপে কাটিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘ সময় ইউরোপে কাটানো রোনালদো গত বছরের শেষদিকে যোগ দেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। নতুন জায়গায় গেলে সবারই মানিয়ে নিতে সময় লাগে। ব্যতিক্রম হয়নি, রোনালদোর ক্ষেত্রেও। বিশেষ করে রমজান মাসে আল নাসরের অনুশীলন সূচি অবাক করেছিল তারকা এই ফুটবলারকে।
ইউরোপ ছেড়ে সৌদি আরবে এসে শুরুর দিকে সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে সময় লেগেছে রোনালদোর। ইউরোপে সকালে অনুশীলন হলেও আল নাসরে সেটি হতো বিকেল কিংবা সন্ধ্যায়। আর রমজান মাসে সেই অনুশীলন শুরুর সময় দাঁড়ায় রাত ১০টায়, যা অবাক করে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ফুটবলারকে।
রোনালদো বলেন, ‘ইউরোপে আমরা সাধারণত সকালে অনুশীলন করি। কিন্তু এখানে অনুশীলন হয় বিকেলে বা সন্ধ্যায়, অথবা রাতে। রমজান যখন শুরু হলো, আমাদের অনুশীলন ছিল রাত ১০টায়! খুবই অদ্ভুত ব্যাপার ছিল তা।’
পর্তুগালের তারকা এই ফুটবলার আরও নিশ্চিত করেন, আগামী মৌসুমেও সৌদি আরবের ক্লাবটিতেই থাকছেন তিনি। এ প্রসঙ্গে রোনালদো বলেন, ‘সৌদিতে ফুটবল সমর্থকদের নিয়ে এখনও পর্যন্ত আমার অভিজ্ঞতা, তারা ফুটবলকে সত্যিই ভালোবাসে এবং এখানকার জীবন আমি ভালোবাসি এবং এখনও পর্যন্ত খুবই খুশি আছি।’
রোনালদো জানান, আগামী পাঁচ বছরে বিশ্বের সেরা পাঁচ লিগের একটি হবে সৌদি প্রো লিগ। তিনি বলেন, ‘এখানে লিগ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফুটবলারদের পারফরম্যান্সও বিশ্বমানের। অবকাঠামো, রেফারিদের মান, ভিএআর প্রযুক্তি এই বিষয় গুলোতে উন্নতি হলে আগামী পাঁচ বছরে বিশ্বের সেরা পাঁচ লিগের একটি হবে সৌদি প্রো লিগ।’ রা/অ