মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৪:৫১ pm
শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লার গ্রামে ৩টি বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার ১৮ মার্চ দুপুরে রান্না ঘরের ছাই থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থাণীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার কয়লাদিয়াড় ১৩ রশিয়া গ্রামের মৃত মুঞ্জুর আলীর ছেলে এমরান আলীর ৩টি ঘর ১টি রান্না ঘর এবং ২টি শোয়ার ঘর ও ১টি রান্না ঘর এবং রুস্তম আলীর ছেলে মিন্টুর ১টি ঘর আগুনে ভস্মীভূত হয়ে গেছে।
৩টি পরিবারের আসবাবপত্র, চাল, ধান, টাকাসহ প্রায় ৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের সাব অফিসার সেরাজুল ইসলাম নিশ্চত করেন।
এদিকে উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ও সাবেক ইউপি চেয়ারম্যানের মোহাম্মদ নিজামুল হক রানা বিকালে ঘটনাস্থল পরিদর্শনকালে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং ক্ষতিগ্রস্থ বাড়িগুলো পুরোপুরি মেরামত করে দেওয়ার ঘোষণা দেন।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের শিউলী বেগম সাথে ছিলেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ হোসেন আগুনে বাড়ি পুড়ে যাবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।