সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০১:২৭ pm
আব্দুস সবুর, তানোর :
রাজশাহী জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুলের মুক্তির দাবিতে তানোরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে পৌর এলাকার তালন্দ বাজারের মুল সড়কে বিক্ষোভ প্রদর্শন শেষে হাট চত্বরে পৌর ও উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুর মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমাম। হাজী আবু রায়হানের সনঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মাদ আলী জিন্নাহ।
প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হামিদুর রহমান,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন সারা দেশব্যাপী যখন অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার হচ্ছে তখন তারা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে গ্রেফতার শুরু করেছেন।
তারই ধারাবাহিকতায় গত ২৪ মে দলীয় কার্যালয় থেকে জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কে আওয়ামী পুলিশ লীগ গ্রেফতার করে মামলা দিচ্ছেন। গ্রেফতার ভয়ভীতিতে আর কোন কাজ হবে না। যত গ্রেফতার হবে ততই আন্দোলন জোরদার হবে। সেটা ফ্যাসিষ্ট অবৈধ সরকার বুঝে গেছে।
অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকে মুক্তি দেওয়া হোক, তানাহলে পাড়ায় পাড়ায় আন্দোলন শুরু হবে বলেও হুশিয়ারি দেন বক্তারা। এসময় সেচ্ছাসেবক, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রা/অ