শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১০:৪৫ pm
শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
যদি মেনে চলি রক্তদানের নিয়ম-নীতি রক্তদানে কারো হবে না ক্ষতি ও প্রস্তত যদি থাকে দুইজন রক্তদাতা, থাকবে গর্ভবর্তী মায়ের নিশ্চয়তা। এই স্লোগান নিয়ে স্পর্শ ফাউন্ডেশনের আয়োজনে এতে সহযোগিতা করেন গোদাগাড়ী জেলারেল হাসপাতাল রাজশাহীর গোদাগাড়ীতে পৌর এলাকার মাদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করে।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির,মাদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুজ্জামান,জেনালের হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ প্রমূখ। প্রান্তিক মানুষের কথা ভেবে তারা সর্বসাধরণের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং এর সাথে সাথে মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। উক্ত ক্যাম্পেইনে ৭০০ জন পুরুষ.নারী ও শিশুর গ্রুপ নির্ণয় করা।
গোদাগাড়ী জেনালের হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ বলেন, অনেকে অবহেলা বসত কিংবা ভয়ের কারণে রক্তের গ্রুপ নির্ণয় করতে আগ্রহী হয় না। এছাড়া রক্তদানের মত মানবিক কাজেও আগ্রহী হয় না। কিন্তুু রক্তের গ্রুপ জানা একজন মানুষের জন্য খুবই প্রয়োজন। আর তাই মানুষের পাশে দাড়াতেই তাদের এই আয়োজন। এছাড়া তারা করোনা মহামারীর কথা মাথায় রেখে সর্বোচ্চ সতর্কতার সাথে এই ক্যাম্পেইন পরিচালনা স্পর্শ ফাউন্ডেশনের সদস্যরা।আজকের তানোর