সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০১:৫৪ pm

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
তানোরে কালনা ও সিন্দুকাই পল্লীতে রাস্তার উন্নয়ন নেই, ক্ষুব্ধ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা

তানোরে কালনা ও সিন্দুকাই পল্লীতে রাস্তার উন্নয়ন নেই, ক্ষুব্ধ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা

আব্দুস সবুর, তানোর :
দেশ স্বাধীনের পর থেকে তীল পরিমানও উন্নয়নের ছোয়া লাগেনি। পায়নি চলাচলের রাস্তা। জমির আইল দিয়েই চলতে হচ্ছে তাদের। যেন তারা দেশের নাগরিক নয়। আবার পাড়ার ভিতর দিয়ে যে রাস্তা আছে, তাও বর্ষা মৌসুমে ডুবে যায়। ঘর থেকে বের হতে পারে না কেউ। কাদা মাটির রাস্তা গিলছে পুকুর। জরুরি রোগীকে দ্রুত চিকিৎসার জন্য প্রয়োজনের সময় হাসপাতালে নিতে পারা যায় না।

যেকোন নির্বাচন এলে মিথ্যে প্রতিশ্রুতির ফুলঝুরির চমক থাকে প্রার্থীদের। তাদের চকমপ্রদে সহজ সরল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণ ভোটও দেন। কিন্তু দূর্ভাগ্য নির্বাচিত হওয়ার পর আর খোঁজ রাখে না কেউ। এমন বেহাল অবস্থার মধ্যে যুগযুগ ধরে অবহেলিত ভাবে পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর ভাবে বসবাস করছেন রাজশাহীর তানোর পৌরসভার সিন্দুকাই গ্রামের পশ্চিমে ও তালন্দ ইউনিয়নের কালনা গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণ। ফলে তাদের দাবি একটাই চলাচলের জন্য এইচবিবি বা হেরিংবন্ড রাস্তা দ্রুত সময়ের মধ্যে করে দেওয়া হোক।

জানা গেছে, এ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রচুর বসবাস। মহিলা পুরুষরা যুগযুগ ধরে কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। বিগত ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত টানা প্রায় ১৫ বছর সরকারে আছেন আওয়ামী লীগ। তারপরও কোন নজর নেই স্থানীয় জনপ্রতিনিধিদের। যেন তাদের শুধু ভোটের প্রয়োজন। ভোট হয়ে গেলে পাঁচ বছরের মধ্যে কোন জনপ্রতিনিধির নাগাল পাই না কেউ। উপজেলার রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধু হয়নি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পল্লীতে।

কালনা গ্রামের বাসিন্দা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শুনিল, জেঠ্যা, অনিল ও ফটকিসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশ স্বাধীনের পর থেকে কোন উন্নয়ন হয়নি। মাটির রাস্তার দুপাশে পুকুর। প্রটেকশন ওয়ালের অভাবে অর্ধেক রাস্তা পুকুরে গেছে। আর দুয়েক বছর পর রাস্তাও থাকবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তারপরও যদি উন্নয়ন না হয় এর চেয়ে দু:জনক কি হতে পারে। আমরা সরকারের কাছে সাহায্য চায়না, আমরা রাস্তার উন্নয়ন চাই।

উপজেলার তালন্দ ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা নাজিমুদ্দিন বাবু বলেন, উপজেলা পরিষদের মাসিক সভায় একাধিকবার কালনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাড়ার রাস্তার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু আশ্বাস পেয়েছি, বরাদ্দ পায়নি। এদিকে, পৌর সদর ৪ নম্বর ওয়ার্ডের সিন্দুকাই গ্রামের পশ্চিমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাড়ার চলাচলের কোন রাস্তা নেই। জমির আইল দিয়ে যুগযুগ ধরে চলাচল করতে হচ্ছে তাদের।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নরেন, অনিল ও যোসেফসহ অনেকে জানান, প্রয়াত মেয়র ফিরোজ সরকার ভ্যান যাওয়ার মত রাস্তা করে দিয়েছিলেন। পরে জমির মালিকরা কেটে আইল বানিয়ে ফেলেছে। এখন আইল দিয়েই চলতে হচ্ছে। বর্তমান মেয়র বলেছিল নির্বাচিত হলে রাস্তা করে দেব। কিন্ত মেয়র হওয়ার পর আর দেখা নেই।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আলেনুর নামের এক মহিলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সে কর্মরত তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কেউ অসুস্থ হলে কয়েকজন মিলে কাঁধে করে রাস্তায় নিতে হয়। এসময়েও যদি চলাচলের রাস্তা না থাকে তাহলে কিসের এতো উন্নয়নের কথা বলেন সংশ্লিষ্টরা। আমাদের বাব দাদা থেকে শুরু করে চৌদ্দ পুরুষ মহিলারা নৌকায় ভোট দিয়ে আসছি এবং আমরাই প্রকৃত আওয়ামী লীগ। এতো দীর্ঘ সময় ধরে আ’লীগ সরকার দেশ পরিচালনা করছেন, এমপি ও উপজেলা চেয়ারম্যান এবং মেয়র নৌকার তাহলে কেন রাস্তা হয় না। সরকারের কাছে সাহায্য চায় না, শুধু চলাচলের রাস্তা চায়।

তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, উপজেলার কালনা আদিবাসীপাড়ার রাস্তা ও প্রটেকশন ওয়ালের বিষয়ে চেয়ারম্যান বলেছেন। জুন মাসের পরে প্রথম বরাদ্দ হবে, ওই বরাদ্দে রাস্তা ও প্রটেকশন ওয়াল হতে পারে। আর সিন্দুকাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়া পৌরসভার মধ্যে। এখানে আমাদের তেমন কিছু করণীয় থাকে না। তারপরও এমপি স্যারকে বলে ব্যবস্থা করা হবে বলে এই প্রকৌশলী।

তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, জুনের পর সর্বপ্রথম কাজ হবে কালনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পল্লীর রাস্তা ও প্রটেকশন ওয়াল। আর সিন্দুকাই পল্লীর জনসাধারণ যাতে চলাচলের রাস্তা পায় সে বিষয়ে একান্ত গুরুত্ব দিয়ে দেখা হবে। তা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.