রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩০ pm
মো. আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
রাজশাহীঢর বাগমারা উপজেলার আউচপাড়া ও গোবিন্দপাড়া ইউপির ২০২৩-২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে আয়োজিত বাজেট সভায় ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে ২ কোটি ২১ লাখ ২৭ হাজার ৩১০ টাকা আয় ও ব্যয় দেখিয়ে বাজেট ঘোষণা করেন ইউপির সচিব আসাদুজ্জামান লিটন।
এসময় পরিষদের হিসাব সহকারী ইলিয়াস খন্দকারের সঞ্চালনায় বক্তব্য দেন- ইউপির সাবেক চেয়ারম্যান মাষ্টার সুরাত আলী, অধ্যক্ষ আব্দুল মান্নান, প্রধান শিক্ষক আব্দুল হামিদ মোল্লা, সুপারিনটেনডেন্ট জাত উদ্দিন খাঁন, মাষ্টার মনিরুজ্জামান, ইউপি আফজাল হোসেন ও গোলাম মোস্তফা প্রমূখ।
আউচপাড়া ও গোবিন্দপাড়া ইউপির ২০২৩-২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
আউচপাড়া ইউপি
এদিকে, আউচপাড়া ইউপির ১ কোটি ২৬ লাখ ৬৫ হাজার ৯২৭ টাকা আয় ও ব্যয় দেখিয়ে ২০২৩-২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউপির চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলাম শাফির সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন ইউপির সচিব রঞ্জন কুমার।
উপলক্ষ্যে মঙ্গলবার ইউপি চত্বরে আয়োজিত সভার বক্তব্য দেন-প্রধান শিক্ষক ইসাহাক আলী, ব্যাংকার আব্দুল জলিল, ইউপি সদস্য আকবর আলী, হেলাল উদ্দিন, আফসার আলী ও সংরক্ষিত সদস্য মোসলেমা খাতুন প্রমূখ। তা/অ