রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:১০ am
নিজস্ব প্রতিবেদক, বাগমারা :
রাজশাহীর বাগমারায় সন্ত্রাসীদের ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় লিজ নেওয়া একটি বিলে চাষকৃত ২০ মণ মাছ লুট ও বিষ ঢেলে দিয়ে ৭০ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে দাবি করে কৃষকদের বিরুদ্ধে হয়রানিমূলক একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এর প্রতিবাদে সোমবার মানববন্ধন করেছেন এলাকার কৃষকরা। রমজানপাড়া কদমতলা ব্রিজ সংলগ্ন সড়কের দুইপাশে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন রমজানপাড়া, মাদিলা ও মনোপাড়াসহ ৫-৬ টি গ্রামের কৃষক পরিবারের শতশত নারী-পুরুষ।
জানা গেছে, নরদাশ ইউনিয়নের রমজানপাড়া গ্রামের আহম্মদ আলী এলাকার কৃষকদের নামে ভূয়া কাগজপত্র তৈরি করে তাদের কাছে থেকে রমজানপাড়া কদমতলী বিল লিজ নিয়েছেন বলে দাবি করেন। সম্প্রতি ওই বিলে মাছচাষ শুরু করলে রমজানপাড়া গ্রামের কৃষক আবু তাহের ও তালেব আলীর নেতৃত্বে এলাকার ৮-৯ জন কৃষক আহম্মদ আলীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই বিল থেকে বেড়জাল দিয়ে ২০ মণ মাছ ধরে চুরি করে নিয়ে যান এবং বিলের পানিতে কীটনাশক জাতীয় বিষ ছিটিয়ে দিয়ে ৭০ লাখ টাকার নিধন করেন বলে অভিযোগ তুলে আহম্মদ আলী বাদি হয়ে গত ২৩ মে এলাকার ৯ জন কৃষকদের নামে একটি মিথ্যা মামলা দেন।
ওই হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের ভয়ে কৃষকরা এক সপ্তাহ ধরে পালিয়ে বেড়াচ্ছেন। এ কারণে জমি থেকে পাকা বোরো ধান ঘরে তুলতে না পারায় ক্ষেতের ধান ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শেষে কদমতলা মোড়ে বিকেলে প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা তরুনলীগ সভাপতি এনামুল হক, কৃষক গনেশ হালদার, আফজাল হোসেন, আক্কাছ আলী, শিল্পী রানী হালদার ও নাদিরা বেগম। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর সেকেন্দার আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চত করে বলেছেন, যেহেতু মামলা হয়েছে তাই আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। রা/অ