সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৫:১৫ pm
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় চেক পোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসের লকার থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার (২৯ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ অভিযান চালায় রাজশাহী র্যাব-৫ সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম সালাউদ্দিন (২৮)। তিনি কুমিল্লা জেলার গোপালনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল খবর পান, একজন মাদক ব্যবসায়ী দেশ ট্রাভেলস যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও ঢাকাগামী পরিবহনে যাত্রী বেশে মাদকদ্রব্য গাঁজাসহ রাজশাহীর বানেশ্বর হয়ে শিরোইল বাসস্ট্যান্ডের দিকে আসছে। এমন সংবাদ পেয়ে র্যাব রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাসস্ট্যান্ড সংলগ্ন রেলগেট গোরহাঙ্গা গোরস্থান মার্কেট ও গোরহাঙ্গা গোরস্থান জামে মসজিদ এর সামনে চেকপোষ্ট পরিচালনা করে।
চেকপোষ্টে দেশ ট্রাভেলস্ নামের চেয়ার কোচ বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৭৮৮৫ পরিবহণটি ঘটনাস্থল চেকপোষ্টের সামনে আসলে বাসটির গতিরোধ করে থামানোর সাথে সাথে ওই মাদক ব্যবসায়ী বাসের জানালা খুলে পালানোর সময় তাকে গ্রেপ্তার করে র্যাব। তার দেওয়া তথ্যমতে বাসের পেছনে থাকা লকারের ভেতর থেকে ব্যাগে রাখা গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা গুলো কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নিয়ে যাওয়া হচ্ছিল।
নগরীর বোয়ালিয়া মডেল থানায় ওই মাদক ব্যবসায়ীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রা/অ