শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৫৩ am
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এগরায় অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ক্ষমা চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার ঘটনাস্থলে গিয়ে হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এ ঘটনা থেকে আমাদের চোখ খুলে গেছে। আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন আসবে।
মমতা বলেন, অবৈধ বাজি কারখানায় কাজ করে আর যেন জীবন নষ্ট না হয়। শুধুমাত্র গ্রিন ফায়ার ক্র্যাকারের ক্লাস্টার তৈরি হবে ফাঁকা জায়গায়। তাতে চাকরিটা বাঁচবে। এমন দুর্ঘটনাও হবে না।
দুর্ঘটনার ১১ দিন পর ঘটনাস্থলে আসার জন্যও দুঃখপ্রকাশ করে মমতা স্বীকার করেন, এ ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা ছিল।
মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি এখানে জনসভা করতে আসিনি। তবে আরও আগেই আসা উচিত ছিল। কিন্তু কয়েক দিন আকাশ মেঘলা ছিল। তাই পরিস্থিতি আমায় অ্যালাউ করেনি। তবে আজ সকালেও যখন বৃষ্টি হচ্ছে আমরা ঝুঁকি নিয়ে আসছি। কারণ, আমাকে আসতেই হবে একবার।
‘আমি আপনাদের সবার কাছে মাথা নত করে এ ঘটনার জন্য ক্ষমা চাইছি।’
১৬ মে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায় আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়। সূত্র : যুগান্তর