সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১১:৪৭ am
এম এম মামুন,নিজস্ব প্রতিবেদক :
বিএনপির নেতাকর্মীর নামে মিথ্যা মামলা, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর দ্বারা অন্যায়ভাবে গ্রেফতার ও পুলিশি হয়রানির প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে রাজশাহী জেলা বিএনপির অফিসে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তবে সংবাদ সম্মেলনে তিনি আবু সাঈদ চাঁদকে নিয়ে কোনো মন্তব্য করেননি।
রিজভী বলেন, যখন তিনবারের প্রধানমন্ত্রীকে (খালেদা জিয়া) পদ্মা সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, জাতীয় সংসদে দাঁড়িয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, তখন তো কোনো কথা ওঠেনি। তাই চাঁদ ইস্যুতে কোনো কথা বলতে পারবো না।
তিনি আরও বলেন, অত্যাধুনিক অস্ত্র দিয়ে বিএনপি অফিস ঘিরে রাখা হয়েছিল। এটা কেন। এত ভয় কীসের। এত নেতাকর্মীদের গ্রেফতার কেন। সারাদেশে ৬৮০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
বিএনপির এ সিনিয়র নেতা বলেন, সরকার ভয় পেয়েছে। তাদের কাণ্ড জ্ঞান লোপ পেয়েছে। তাই তারা অস্ত্রের ভাষায় কথা বলছে। দলীয় চেতনায় পুলিশ তৈরি করেছে। তারা মিছিলে পাখির মত গুলি করে অনেক নেতাকর্মীকে অন্ধ, আহত ও পৃথিবী মায়া ত্যাগ করাচ্ছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।
এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈষা, সদস্য সচিব মামুনুর রশিদসহ জেলা ও মাহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রা/অ