মঙ্গবার, ২৪ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৯:২১ pm

সংবাদ শিরোনাম ::
তানোরে রাস্তার পাশে সরকারি জলাশয় ভরাটের অভিযোগ তানোরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের নতুন কমিটি গঠন হাসিনা আমলের চেয়েও দুর্নীতি বেশি হচ্ছে : মোমিন মেহেদী বাগমারায় ইউপি চেয়ারম্যান মকবুল গ্রেফতার টিটিসির অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ দেশের সব নদ-নদী সুরক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কমিটি গঠন সভাপতি আলতাফ, সম্পাদক খায়ের মোহনপুরে কলেজের জমি দুই ছেলের নামে লিখে দিয়েছেন অধ্যক্ষ মোহনপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দেশের তিন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু ভারতীয় সঞ্চালন লাইনে নেপাল থেকে বিদ্যুৎ আনছে সরকার ট্রাইব্যুনাল গঠন ও ৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন নাচোলে গুজব প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠতি অনলাইনে সরব, মাঠে নীরব আ.লীগ তানোর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, প্রতিক বরাদ্দ ঢালাও মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে : আসিফ নজরুল মোহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত মসজিদের বিশেষ আদব ও শিষ্টাচার : হাফিজ মাছুম আহমদ দুধরচকী মোহনপুরে আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সালাম গ্রেপ্তার, মিষ্টি বিতরণ
তানোরে আদিবাসী যুবকের উপর ৭ লাখ টাকা আত্নসাতের মামলা

তানোরে আদিবাসী যুবকের উপর ৭ লাখ টাকা আত্নসাতের মামলা

আব্দুস সবুর, তানোর :
দোকানে বকেয়া মাত্র ৫২ হাজার টাকা, অথচ মামলা করা হয়েছে ৬ লাখ ৯২ হাজার টাকার। রাজশাহীর তানোরে অসহায় আদিবাসি যুবক রতন হেমরমের উপর এমন চাঞ্চল্যকর মামলা করেন চান্দুড়িয়া বাজারের সার কীটনাশক ব্যবসায়ী মিলন। বিগত দুই বছর ধরে আদালতে হাজিরা দিতেই সংসারে ব্যাপক টানাপড়েন শুরু হয়েছে রতনের।

ঠিকমত তিন বেলা খেতে পাচ্ছিনা,আবার সন্তাদের পড়ালিখার খরচও দিতে পারছিনা। যাকে বলে চরম মানবেতর জীবন যাপন করছেন রতন হেমরমের পরিবার। রতনের বাড়ি উপজেলার তালন্দ ইউনিয়(ইউপির) মোহর আদিবাসি পল্লীতে। সে সুশিল হেমরমের পুত্র। এঘটনায় আদিবাসি পল্লীর জনসাধারণের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এমনকি এধরনের মিথ্যা মামলা প্রত্যাহার না হলে মানববন্ধন সহ নানা কর্মসূচি ঘোষনা করবেন পল্লীর জনসাধারনরা।

গত ২৩ মে মঙ্গলবার আদালত চত্বরে দেখা হয় রতনের সাথে, জানতে চাওয়া হয় আদালতে কেন, তিনি জানান, বিগত ২০১৭-১৮ সালের দিকে চান্দুড়িয়া বাজারের কীটনাশক ব্যবসায়ী মিলনের কাছ থেকে আলু চাষের জন্য বাকিতে ৯২ হাজার টাকার সার বিষ বাকি নেওয়া হয়। আলু তুলে ৪০ হাজার টাকা পরিশোধ করি। ওই সময় আলুতে প্রচুর লোকসান হয়েছিল। তারপরও ৪০ হাজার টাকা দিই। কিন্তু সার বিষ বাকি নেওয়ার সময় জোরপূর্বক ব্যাংকে আমার নামে একাউন্ট করে কয়েকটি ফাঁকা চেক নেয় মিলন। ওই চেক দিয়ে বিগত ২০১৮ সালের দিকে ৬ লাখ ৯০ হাজার টাকার মামলা করেন আদালতে। মামলার হাজিরা দেওয়ার কারনে সংসার চালাতে পারছিনা। পাড়ার দুজনে আলু করার জন্য জমি দিয়েছিল। আমার ছেলে মেয়ে রয়েছে চারজন।বড় ছেলে সবুজ হেমরম কলেজে পড়ে, মেয়ে বিউটি হেররমও কলেজে পড়ে ও সজিব হেমরম আগামী বছরে এসএসসি পরিক্ষা দিবে এবং ছোট মেয়ে মিঠি হেমরম ২য় শ্রেণীতে পড়ছে। মামলার কারনে আমার স্ত্রী কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিল এবং আমাকেও কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কারন ৫২ হাজার টাকার বিপরীতে ৬ লাখ ৯০ হাজার টাকার মামলার বোঝা নিয়ে চলতে হচ্ছে। তিন বেলা খেতেই পাচ্ছিনা, ছেলে মেয়েদের স্কুলে পড়াতে পারছিনা। ভাঙ্গাচুরা খাস জায়গায় বসবাস করছি। টাকা পরিশোধ করার কোনই ক্ষমতা নাই। পরিবার নিয়ে আত্মহত্যা করা ছাড়া উপায় নাই।

ছেলে সজিব জানান, টাকার টেনসনে বাবা মা ঘুমাতে পারেনা, আমরাও পড়তে পারছিনা। মরা ছাড়া উপায় নেই।
তবে মিলন জানান, কোন বাকির টাকা না, রতন আমার কাছ থেকে ৬ লাখ ৯০ হাজার টাকা ধার নিয়েছিল। পরিশোধের জন্য একাধিকবার বলার পরও না দেওয়ার কারনে মামলা করেছি। ফাঁকা চেকে স্বাক্ষর নিয়ে কোন এমাউন্ট না লিখে চেক নেওয়া যায় কিনা জানতে চাইলে তিনি জানান স্বাক্ষাতে কথা বললে সবকিছু বুঝতেন বলে দায় সারেন। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.