সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৯:২৩ pm
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীর মালোপাড়ায় অবস্থিত বিএনপির পার্টি অফিস তালাবদ্ধ অবস্থায় রয়েছে। বুধবার (২৪ মে) সকালে বিএনপি নেতারা অফিসে গিয়ে তালাবদ্ধ অবস্থায় দেখেন। এরআগে মঙ্গলবার (২৩ মে) সকাল থেকে বিএনপি পদযাত্রাকে কেন্দ্র করে অফিসটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। ওইদিন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকায় পদযাত্রা কর্মসূচি পালন করতে পারেননি বিএনপি।
বিএনপি নেতাদের দাবি করে বলেন, পুলিশের পক্ষ থেকে অফিস তালা মারা হয়েছে। তবে, পুলিশ বলছে উল্টো কথা বিএনপির অভ্যান্তরীণ দ্বন্দ্বের কারণে তারাই তালা দিয়েছেন। বিএনপি অফিসের সামনে আগের দিন মঙ্গলবারের রাখা পুলিশের ব্যারিকেট তুলে দিয়ে অফিসের সামনে কিছু পুলিশ আবস্থান করছেন। তবে, মূল গেট খোলা আছে। দ্বিতীয় তলায় বিএনপির মূল অফিস ও সম্মেলন কক্ষে তালা মারা রয়েছে।
বুধবার বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল ও রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ গিয়ে তালাবদ্ধ থাকায় তারা সেখানে প্রবেশ করতে পারেননি। বাইরে বারান্দায় তারা চেয়ারের বসে অবস্থান করেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, আমাদের দলীয় অফিসে এখনো তালা মারা রয়েছে। আমরা কমিশনারকে বলেছি, ওসি সাহেবকেও বলেছি। তারা অফিসের তালা খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন। সেই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমরা একটি দল, আমরা ব্যক্তি নই। আমরা ডেমোক্রেসির জন্য এখন অপেক্ষা করবো।
এবিষয়ে জানতে চাইলে, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেন, আমরা তাদের অফিসে তালা মারিনি। অফিসে তালাকে মেরেছে সেটা আমরা জানি না। তাদের মধ্যে গ্রুপিং আছে। তারাই তালা মেরেছে।
তিনি আরও বলেন, আমরা তো তাদের অফিসের কেয়ারটেকার নয়। যে তাদের অফিসে তালা মারবো আর খুলবো। তাদের অফিসের তালা তারাই খুলে নিক। আমরা তো বলছি না ভাই তালা খুলিস না। আমাদের সহজ কথা, অনুমতি পেলে তারা সমাবেশ করবে, না পেলে নয়। আজ বুধবার বিএনপি অফিসের সামনে টহল ডিউটির বাইরে অতিরিক্ত কোনো পুলিশ নেই। রা/অ