শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৪:২১ am
জাকির হোসেন টুটুল, তানোর :
রাজশাহীর তানোরে আলোচিত সেই কর্মকর্তা (ইউএনও)’র বিদায় সংবর্ধনা নিয়ে বিতর্ক ও বিরুপ প্রতিক্রিয়ার সৃস্টি হয়েছে। গত ১৭ মার্চ বুধবার ছিল বাঙালী জাতির জনক ও মহান স্বাধীনতার স্থপত্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন (জন্মশতবার্ষিকী)। বাঙালী জাতির কাছে এটি বহুল কাঙ্খিত দিন। অথচ এই দিনে উপজেলা অফিসার্স ক্লাবের নামে জমকালো আয়োজনে উপেজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোকে বিদায় সংবর্ধনার আয়োজন করেন তিনি নিজেই।
এ খবর ছড়িয়ে পড়লে জনমনে ক্রিয়া-প্রতিক্রিয়ার সৃস্টি হয়েছে। কেউ কেউ বলছে, বাঙালীর জীবনের এমন একটি স্মরণীয় দিনে তিনি বিদায় সংবর্ধনা না নিয়ে আগে বা পরে নিলে কি এমন ক্ষতি হতো। নাম প্রকাশে অনিচ্ছুক আবার কেউ বলছে, অফিসার্স ক্লাব অনুরোধে ঢেঁকি গিলতে বাধ্য হয়েছে।
জানা গেছে, ১৭ মার্চ বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে শহীদ মিনার চত্ত্বরে আলোচনা সভা, পুরুস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন মঞ্চে বক্তাদের বক্তব্য শেষ না হতেই পাশের হলঘরে ইউএনও সাহেবকে জমকালো আয়োজনে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।এদিকে সংবর্ধনার খবর ছড়িয়ে পড়লে সচেতন মহলে বিরুপ প্রতিক্রিয়ার সৃস্টি হয়। এব্যাপারে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও মুঠোফোনের কল গ্রহণ না করায় ইউএনও’র কোনো বক্তব্য পাওয়া যায়নি। আজকের তানোর