সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৩০ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। তানোর উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত ভূমি সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে ব্যানারে প্রধান অতিথির নামকরণ করা হয় রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। কিন্তু তিনি বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেন নি।
পরে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার তানেরে অতিরিক্ত দায়িত্বরত সঞ্জয় কুমার মহন্তর সভাপতিত্বে ও তানোর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, ভূমি অফিসের সার্ভেয়ার আমানত আলী, নাজির ফিরোজ কবির, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সিনিয়র সহসভাপতি ইমরান হোসাইন ছাড়াও উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ইউএনও সঞ্জয় কুমার মহন্ত বলেন, ঘরে বসে সেবা নিতে সরকার সবকিছু অনলাইন করে দিয়েছে। কিন্তু এখনো অনেকে অনলাইন সেবা নিতে অন্যের দারস্থ হচ্ছেন। আর সে সুযোগে একটি চক্র সেবা গ্রহীতাদের ধোকা দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ থেকে পরিত্রানের জন্য সকলকে ই-সেবা গ্রহন সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সরকারের আগামীর ভিশন স্মার্ট বাংলাদেশ। আর এই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপ দিতে হলে সবাইকে স্মার্ট হতে হবে। তিনি আরও বলেন, তবেই একটা সময় ভূমি অফিস হবে দুর্নাম মুক্ত।
আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে ভূমি করদাতাদের বিভিন্ন বিষয়ে ই-সেবা প্রদান করা হয়। এছাড়াও সরকারের আগামীর ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ার সুফল বিষয়ে অতিথির মাঝে বক্তব্য তুলে ধরার জন্য তিনজন স্কুল-কলেজ পড়ুয়া ছেলে ও মেয়েদেরকে পুরুস্কার প্রদান করা হয়। এই ভূমি সেবা সপ্তাহ চলবে ২৮ মে পর্যন্ত। তা/অ