রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:০৫ am
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
রাজশাহীর মোহনপুরের প্রধান বাণিজ্যকেন্দ্র কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন ৮ জুলাই অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে চরম উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০৪৫ জন।
২০ জুন শনিবার ছিল ১১ পদের মনোনয়পত্র জমাদানের শেষ দিন। শেষ দিনে সভাপতি পদে সন্ধ্যায় বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন কেশরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মৎস্য ব্যবসায়ী সাবের আলী।
এছাড়াও গার্মেন্টস ব্যবসায়ী সাদ আক্কাস এবং আলু ব্যবসায়ী বাবুল হোসেন সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও কেশরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুস্তম আলী প্রামাণিক। এছাড়াও ১১ পদে মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনপ্রত্র জমাদান শেষে সাংবাদিকদের বলেন, আমি বিজয়ী হলে সকল ব্যবসায়ীদের সব ধরণের উন্নয়নের জন্য কাজ করে যাবো। বাজারের বিভিন্ন প্রট্টির সমস্যা সমাধানের কাজ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, কেশরহাট বাজার বণিক সমিতির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুর রহমান, যুগ্ন আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর মুস্তাক, কেশরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসলাম হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী প্রভাষক খুশবর রহমান প্রমূখ। রা/অ