সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:২৬ pm
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীতে নিজ শয়নকক্ষ থেকে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আমিরুল ইসলাম (৬৫)। শনিবার (২০ মে) সন্ধ্যার পর মহানগরীর মোল্লাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ আমিরুলের লাশ উদ্ধার করে। নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, শনিবার দুপুরের খাবারের পরে আমিরুল তার ঘরে ঘুমাতে যান। সন্ধ্যা পর্যন্ত তিনি ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যরা তার ঘরের দরজায় নক করেন। কিন্তু দীর্ঘ সময় ডাকাডাকির পরেও তিনি সাড়া শব্দ করেন নি। এরপর পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘরের ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় আমিরুলের লাশ দেখতে পায়।
স্থানীয়রা বলছেন, সম্প্রতি দুই কোটি টাকা মূল্যের একটি জমি আমিরুল তার ছেলে এবং স্ত্রীকে রেজিস্ট্রি করে দেন। এরপর আমিরুল ওই জমিটি তার ছেলে এবং স্ত্রীর কাছে ফেরত চান। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ কারণে আমিরুল আত্মহত্যা করতে পারেন। তবে মৃত্যুটি অনেকের কাছে রহস্যজনক মনে হচ্ছে।
এ ব্যাপারে আমিরুলের ছেলে ফিরোজ আহমেদ বকুল বলেন, আমার বাবার সাথে এক সঙ্গে মসজিদে জোহরের নামাজ পড়েছি। এর পরে একসাথে খেয়েছি। খাওয়ার পরে বাবা তার ঘরে ঘুমাতে যান। আমাদের পরিবারে কোনো অশান্তি ছিল না। তিনি কী কারণে আত্মহত্যা করতে পারেন সেটি বলতে পারছি না।
ওসি আরও জানান, বিজিবি সদস্য আমিরুলের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রা/অ