সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৪১ pm

সংবাদ শিরোনাম ::
নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি
নারী মেম্বারকে টাকা না দেয়ায় প্রধানমন্ত্রীর উপহারের বাড়িতে তালা

নারী মেম্বারকে টাকা না দেয়ায় প্রধানমন্ত্রীর উপহারের বাড়িতে তালা

সাইদ সাজু : রাজশাহীর তানোরে নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের বাড়িতে অবস্থান নেয়া এক অসহায় নারীকে ঘর থেকে বের করে দরজায় তারা ঝুলিয়ে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে তানোর উপজেলা সরনজাই ইউপির মধ্য ভাগনা গ্রামে। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এঘটনায় ভুক্তভোগী নারী বুলবুলি খাতুন বাদি হয়ে ৩ জনের বিরুদ্ধে তানোর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলা সরনজাই মধ্যভাগনা গ্রামের পুকুর পাড়ে বুলবুলি একটি খুপরি ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন।

সম্প্রতি সেখানে তানোর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পুকুর পাড়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকে উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ১৫টি বাড়ি নির্মাণ করা হয়। বুলবুলির ওই খুপরি ঘর ভেঙ্গে তাকে প্রধানমন্ত্রীর উপহারের পাঁকা বাড়ি দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিলো। প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি নির্মাণের সময় বুলবুলি সেখানেই পার্শে একটি খুপরি ঘরে বসবাস করছিলো।

মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের পাকা বাড়ি নির্মাণের পর বুলবুলি ওই পাকা বাড়িতে উঠে বসবাস শুরু করেন। সম্প্রতি গত ১২ মে শুক্রবার সরনজাই ইউপির সংরক্ষিত মেম্বার ও ওয়ার্ড মেম্বার যুবলীগ নেতা ছাড়াও ওয়ার্ড আ”লীগ নেতা এক ভূমিহীনকে বাড়ি থেকে বের করে তালা ঝুলিয়ে দেন।

এঘটনায় ভূমিহীন বুলবুলি বেগম বাদি হয়ে গত ১৫ মে সোমবার ওয়ার্ড মেম্বার যুবলীগ নেতা সেলিম উদ্দিন, সংরক্ষিত মহিলা মেম্বার সিমা বেগমেএবং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মুর্তুজাকে বিবাদী করে উপজেলা নির্বাহীর দপ্তরে লিখিত অভিযোগ দেন।

এর অনুলিপি জেলা প্রশাসক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও সহকারী কমিশনার ভূমিকে দেওয়া হয়েছে। উপজেলার সরনজাই ইউনিয়নের সিধাইড় মধ্যভাগনা তেতলা পুকুর পাড়ে ঘটনাটি ঘটে রয়েছে।

এঘটনায় বাড়ির ভিতরে প্রবেশ করতে পারছেন না বুলবুলি। এতে করে বাড়ির বারান্দায় মানবেতর জীবন-যাপন করছেন। অপরদিকে, বাড়ি থেকে বের করে দিতে একের পর এক হুমকি প্রদর্শন করছেন মেম্বার ও নেতা।

শনিবার বিকেলের দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সরনজাই ইউপির সিধাইড় গ্রাম পার হয়ে রাস্তার উত্তরে প্রধানমন্ত্রীর বেশকিছু উপহারের বাড়ি রয়েছে। তবে, এখনো নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। জায়গাটি মধ্যভাগনা তেতলা পুকুর হিসেবে পরিচিত। ছোট পুকুর আবর্জনায় ভরে গেছে। তার চারদিকে উপহারের বাড়ি।

পুকুরের উত্তর পশ্চিমে ভূমিহীন বুলবুলির বাড়ি। সরকার থেকে বাড়ি পেয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছিলেন। বাড়ি পাওয়ার পর থেকে সংরক্ষিত মহিলা মেম্বার টাকার দাবি করেন। এঅবস্থায় চলতি মাসের ১২ মে শুক্রবার সরকারি বাড়িতে মহিলা ও পুরুষ মেম্বার এবং নেতা মিলে বাড়ির দরজায় তালা লাগিয়ে বের করে দেন বুলবুলিকে।

সেখানে বসবাস করা একাধিক ব্যক্তিরা জানান, বুলবুলি দীর্ঘ প্রায় ১০-১২ বছরের বেশি সময় ধরে সেখানে বসবাস করছেন। এমনকি বুলবুলি পুকুরের পাড়ে জঙ্গলের মধ্যে কাগজ দিয়ে ঘিরে জীবন-যাপন করতেন। তিনি চরম অসহায় কেউ নেই। সরকার বাড়ি দিয়েছে এরা তালা মারারকে বলে আক্ষেপ করেন তিনি।

বুলবুলি কাঁদতে কাঁদতে আরও বলেন, অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় কাজ করে রাতে ঘুমানোর জন্য জায়টাও ছিল না। কাগজ দিয়ে ঘিরে থাকতাম। সামান্য বৃষ্টি হলে আর ঘরে থাকা যেত না। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু মুর্তুজা তার মেয়ে মৌসুমীকে বাড়ি দিতে আমাকে বের করে দিয়ে তালা মেরেছেন এবং নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।

তালা দেওয়ার পর থেকে বারান্দায় থাকছি। মহিলা মেম্বারকে ৫ হাজার টাকা দিলে কিছুই হত না। মৌসুমীর পিতার পাকা বাড়ি জমি সবই আছে এবং মেয়ে মৌসুমির বিয়ে হয় মোহনপুর উপজেলার কাশিমালা গ্রামে। ১.২.৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সিমা বেগম টাকা ও তালা দেওয়ার বিষয়টি অস্বীকার করে জানান, বুলবুলি এবং মৌসুমি ও তার পিতা মুর্তুজারা তালা মেরেছেন।

আমি মিমাংসা করার চেষ্টা করেছি। কিন্তু তারা আমার কথা শুনেনি। আপনি কি ইউএনও কিংবা পিআইও বা চেয়ারম্যান কে অবহিত করেছেন জানতে চাইলে তিনি বলেন, না কাউকে জানানো হয়নি। মেম্বার সেলিমকে একাধিকবার ফোন দেওয়া হলেও রিসিভ করেন নি। তবে, ২ নম্বর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মুর্তুজা বলেন, আমার মেয়ের নামে বাড়িটি বরাদ্দ হয়েছে। আমার মেয়ে তালা মেরেছে বলে দম্ভোক্তি করেন তিনি।

আপনার মেয়ের বিয়ে হয়েছে মোহনপুর উপজেলার কাশিমালা গ্রামে এবং আপনার পাকা বাড়ি ও জমি আছে কিভাবে মেয়ে বাড়ি পায় জানতে চাইলে তিনি জানান, মেয়ের তালাক হয়েছে। পাকা বাড়ি জমি আমার আছে মেয়ের নাই। এজন্য বাড়ি পেয়েছে বলে দাম্ভিকতা প্রকাশ করেন তিনি।

এব্যাপারে তানোরে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত বলেন, যিনি আগে থেকে ছিলেন, তার নামে বাড়ি থাকলে যারা তালা মেরেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আর যে তালা মেরেছে তার নামে বাড়ি বরাদ্দ থাকলে পূর্বের ব্যক্তির থাকার সুযোগ নেই। রোববার পিআইওকে তদন্ত করতে বলা হবে এবং কোন ব্যক্তি বাড়ি পাওয়ার পর যদি না থাকে সেক্ষেত্রে তদন্ত করে প্রকৃত ভূমিহীন ব্যক্তি আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানান তিনি। তা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.