শুক্রবার, ০৪ অক্টোব ২০২৪, সময় : ০৫:৫৫ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালি থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লুর রহমানকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজীর আহমেদ এর নির্দেশনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করেন।
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ত্রুটিযুক্ত ড্রেস পরে যাওয়া ও পরে ফেসবুকে ছবি দেয়ায় তাকে ক্লোজড করা হয়।
নাম না প্রকাশ করার শর্তে আরএমপির এক পুলিশ কর্মকর্তা জানান, তিনি যে টিউনিক পরে গিয়েছিলেন সেটি প্রোপার নয়, ভেতরে সাদা শার্ট টাই হবেনা। এছাড়াও তিনি ফ্লিড ক্যাপ পরে গেছেন। এরপর সেই ছবি ফেসবুকে আপলোড করেন।
ছবিটি এআইজি মিডিয়ার নজরে আসলে পুলিশের আইজিপি দেখার পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়। এরপরেই আরএমপি কমিশনার তাকে থানা থেকে ক্লোজড করেন। আজকের তানোর