রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৪৪ am
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের আত্রাই গ্রামে জমি-জমার বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে যখম করেছেন প্রবাসী যুবক। এসময় আবস্থায় ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থকেন্দ্রে ভর্তি করা হয়। এবিষয়ে মোহনপুর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের আত্রাই মৌজার ১৭৫২ নম্বর দাগের একাংশে রাস্তা সংলগ্ন স্থানে ক্রয়সূত্রে দুই শতক জমির মালিক গ্রামের মৃত তসির মোল্লার ছেলে আসাদুল ইসলাম। ওই জমির অন্যপাশেও আসাদুলের আরো দুই শতক জমি আছে।
এছাড়াও ১৭৫১ নম্বর দাগে আসাদুলের জমি সংলগ্ন স্থানে পতিপক্ষ মৃত কফিলের প্রবাস ফেরত ছেলে বাবু রানার জমি রয়েছে। বাবু রানার জমি কম হওয়াই বিশেষ মহলের সহতায় আসাদুলের এক শতক জমি দখল করে স্থাপনা তৈরীর পাঁয়তারা করে আসছিলেন দীঘদিন ধরে। যার কারণে আসাদুলের প্রাপ্য জমির এক শতক জমি কম হওয়ার কারণে গ্রাম্য শালিশে আবেদন করা হয়। তবে, গ্রাম্য শালিশের মাতুব্বরা আসাদুলের পাপ্য জমি বুঝিয়ে দেয়ার আগেই গত ১৩ মে শনিবার সকালে আসাদুলের জমিসহ বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন বাবু।
এতে বাধা দিলে বাবু ভাড়াটিয়া বাহিনীদের সহযোগিতায় আসাদুলের স্ত্রী নুরুন নাহারকে ঊপর্যুপরী মারপিট করে আহত করেন। স্থানীয়রা আবস্থায় নুরুন নাহারকে উদ্ধার করে চিকিৎসার জন্য মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। এ খবর পেয়ে নিজেকে আইনের হাত থেকে রক্ষা করতে বাবু রানা কৌশলে আগেই থানায় একটি অভিযোগ দায়ের করেন। চিকিৎসা শেষে ১৪ মে রোববার দুপুরে আসাদুলের স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে জানতে প্রবাসী বাবু রানার সঙ্গে একাধিবার চেস্টা করেও পাওয়া যায়নি।
এবিষয়ে আসাদুল ইসলামের স্ত্রী নুরুননাহার বলেন, বাবু বিদেশ থেকে অনেক টাকা কামায় করে এসেছে। সে স্থানীয় লোকজনকে টাকার বিনিময়ে হাত করে জোপুরর্বক আমাদের জমি দখলের চেষ্টা করছিল। বাধা দিলে বাবু আমাকে মারপিট করে আহত করে। এমনকি আমাকে মারপিট করে বিবস্ত্রƒ করে। আমার চিকিৎসার জন্য সবাই আমাকে নিয়ে ব্যস্ত। ঠিক সেই সময়ে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।
জানতে চাইলে মোহনপুর থানার ওসি সেলিম বাদশা বলেন, অনেকের অভিযোগ এসেছে তা দেখা হচ্ছে। এবিষয়ে অভিযোগ হয়ে থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি। রা/অ