বৃহস্পতিবর, ২৮ নভেম্বর ২০২৪, সময় : ১২:৪১ pm
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে নিখোঁজের ২৬ ঘন্টা পর মানিকের চরের খেয়াঘাট এলাকা থেকে লাবনী খাতুন (৮) ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ মে) দুপুর ২টার দিকে এই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে চাচাতো ভাই-বোনদের সাথে বাড়ির পাশে আতারপাড়া পদ্মা নদীর ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন শিশু লাবনী খাতুন। নিখোঁজের পর স্থানীয়রা নৌকা ও জাল দিয়ে খোঁজাখুজি শুরু করেন। পরের দিন রোববার মানিকের চরের খেয়াঘাট এলাকা থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত লাবনী খাতুন পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া চরের শাহাজামাল লালুর কণ্যা ও আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ডিএম বাবলু মনোয়ার জানান, নিখোঁজের পরের দিন মানিকের চরের খেয়াঘাট এলাকায় লাবনীর ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করে করা হয়েছে। পরে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। রা/অ