শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১২:২৪ am
ক্রীড়া ডেস্ক :
শেষ ২৭ বলে জয়ের জন্য ৫৬ রান দরকার ছিল লখনৌ সুপার জায়ান্টসের। নিকোলাস পুরানের ১৩ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংসে সেই রান ৪ বল হাতে রেখেই পার হয়ে গেল লখনৌ। সাত উইকেটে হারলো সানরাইজার্স হায়দরাবাদ।
প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে হায়দরাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান আসে উইকেটকিপার ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেনের ব্যাট থেকে। সমান ৩টি চার ও ছক্কায় নিজের ইনিংস সাজান ক্লাসেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ করেন আবদুল সামাদ। ১টি চার ও ৪টি ছক্কা মারেন সাতে নামা এই ব্যাটসম্যান। ৪ ওভারে ২৪ রান দিয়ে দুই উইকেট শিকার করে লখনৌয়ের সবচেয়ে সফল বোলার অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া।
১৮৩ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা একদমই ভালো করতে পারেনি লখনৌ। ১২ রানের মাথায় ফর্মে থাকা ব্যাটসম্যান কাইল মেয়ার্সকে হারায় তারা। ১৪ বলে মাত্র ২ রান করেন মেয়ার্স। ৫৪ রানের মাথায় ২৯ রান করে ফেরেন কুইন্টন ডি কক। তৃতীয় উইকেটে দলের হাল ধরেন প্রেরাক মানকাড ও মার্কাস স্টোয়নিস। ৭৩ রান আসে এই জুটি থেকে। ১২৭ রানের মাথায় ক্যাচ আউট হয়ে ফেরেন স্টোয়নিস (৪০)। জয়ের জন্য বাকি পথটুকু পুরানকে নিয়ে সারেন মানকাড। এর মধ্যে ১৬তম ওভারেই স্টোয়নিসের ২টি ও পুরানের ৩ ছক্কায় আসে ৩১ রান। রা/অ