শুক্রবার, ২০ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:৫৭ am

সংবাদ শিরোনাম ::
ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক
একযুগ পর নগরীতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট

একযুগ পর নগরীতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট

নিজস্ব প্রতিবেদক :
এক যুগেরও অধিক সময় পর রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ আন্তঃদেশীয় ওয়ানডে ম্যাচ দিয়ে রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী পাকিস্তান। আর শক্তিশালী পাকিস্তানের সঙ্গে খেলেই জিততে চায় বাংলাদেশ।

বুধবার দুপুরে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের অধিনায়ক ও কোচেরা এসব তথ্য জানান। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সাদ বেগসহ দলের কোচ ও টিম ম্যানেজার এ সময় উপস্থিত ছিলেন। সাদ বেগ বলেন, বাংলাদেশের ক্রিকেট দল এখন অনেক শক্তিশালী। তারা ভালো খেলছে। তবে আমরা জয়ের ব্যাপারী আশাবাদী।

বাংলাদেশ যুব ক্রিকেট দলের অধিনায়ক রাকিবুল হাসান বলেন, পাকিস্তান দলে বেশিরভাগ বাঁহাতি ব্যাটসম্যান। এজন্য আমাদের দলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। যেসব দুর্বলতা ছিল তা সংশোধনের চেষ্টা করা হয়েছে। তারপরও পাকিস্তান যেহেতু খুবই শক্তিশালী একটা দল, সেহেতু আমাদের খেলেই জিততে হবে।

এদিকে নিরাপত্তা শঙ্কায় গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন না দর্শকরা। ফলে আন্তর্জাতিক ম্যাচ দেখার দীর্ঘ প্রতীক্ষাটি আরও দীর্ঘায়িত হচ্ছে রাজশাহীবাসীর। যদিও ভেন্যুকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা চোখে পড়ার মতো। মাঠজুড়ে রয়েছে সিসি ক্যামেরাও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, পাকিস্তান ও বাংলাদেশের যুবারা এই মাঠে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ ও একটি টি-টোয়েন্টি খেলায় অংশ নিবে।

আগামী বৃহস্পতিবার, শনিবার ও সোমবার তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭ তারিখ সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.