রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:৪৮ am
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
রাজশাহী জেলা প্রশাসক মো. শামীম আহম্মেদ মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। আজ ৯ মে মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয়ে মেয়র শহিদুজ্জামানসহ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তিনি। জেলা প্রশাসক মহোদ্বয় কেশরহাটে গরুহাটা আছে কি না এবিষয়ে খোঁজখবর নেন। এছাড়াও পৌরসভার সকল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। আগামী দিনে উন্নয়নমুলক কার্যক্রমে অধিক গুরুত্ব দেয়ার পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমাতুজ জোহুরা, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ ও কেশরহাট পৌর প্রকৌশলী সরদার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এছাড়াও পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম, লাইসেন্স পরিদর্শক রোকমত জামান টিটু, কাউন্সিলর হাফিজুর রহমান বকুল, আবদুস সাত্তার মন্ডল, কাউন্সিলর কফিল উদ্দিন, নারী কাউন্সিলরসহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অন্যদিকে, তিনি উপজেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস, কেশরহাট বালিকা উচ্চবিদ্যালয় ও বেলনা আদিবাসী পল্লীসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। রা/অ