শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৪:০৪ am
নিজস্ব প্রতিবেদক :
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রাজশাহীর তানোরে আজ (১৭ মার্চ) বুধবার সারাদিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়নার নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও শিশু দিবস পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেককাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন বেশ কয়েকটি স্কুলের শিক্ষকবৃন্দ। এরমধ্যে অন্যতম তানোর পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম ও সহকারী শিক্ষক শিশির ছাড়াও অন্যান্য শিক্ষক কর্মচারীগণ। ভিডিওতে…
পরে দুপুর ১২টার দিকে তানোর পৌর আ’লীগের উদ্যোগে গোল্লাপাড়া বাজারস্থ আ’লীগের পার্টি অফিসে কেক কেটে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, তানোর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার ও পৌর যুবলীগের সাবেক সভাপতি ইকবাল মোল্লা।
বিকেলে উপজেলার মোহর হাইস্কুলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতেও চেয়ারম্যান ময়না উপস্থিত ছিলেন। এরআগে মুন্ডুমালা সদরে পৌর আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কেককাটা ও আলোচনা সভায় উপস্থিত বক্তব্য দেন মুন্ডুমালা পৌর আ’লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আমির হোসেন আমীন ও যুবলীগ নেতা কাউন্সিলর নাহিদ হাসান প্রমুখ। আজকের তানোর