রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:২৩ am
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
মাদক সেবীদের চাঁদা না দেওয়ায় রাজশাহীর বাগমারার মোহনগঞ্জ বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দোকানের মালামাল ও আসবাবপত্র ভাংচুর এবং লুটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে রাতে এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার মোহনগঞ্জ বাজারের রাত্রি কসমেটিক্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আরিফ মোল্লার নেতৃত্বে এলাকার চিহ্নিত ১০-১২ জন মাদকসেবী মোটর সাইকেলযোগে এসে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রানা সরকারের কাছে চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা দিতে রাজি না হওয়ায় মাদকসেবীরা রানা সরকারের দোকানে হামলা চালিয়ে দোকানের মালামাল ও আসবাবপত্র ভাংচুর করে এবং ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেয়।
এসময় বাধা দিতে গেলে ব্যবসায়ী রানা সরকার, সবুজ মোল্লা, রায়হান আলী ও সায়েম খান পিটিয়ে আহত করে হামলাকারীরা। এরপর হামলাকারিরা লাঠি-শোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে বাজারের বিভিন্ন সড়কে মহড়া দেয়। এ সময় বাজারের সাধারন লোকজন ও ব্যবসায়ীদের মাঝে আতংক সৃষ্টি হয়। রা/অ