সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৩৪ pm

সংবাদ শিরোনাম ::
নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি
তানোরে ভূল চিকিৎসায় পেটের বছুরসহ দুই গাভীর মৃত্যু

তানোরে ভূল চিকিৎসায় পেটের বছুরসহ দুই গাভীর মৃত্যু

আব্দুস সবুর (নিজস্ব প্রতিবেদক) তানোর :

শাহীর তানোরে প্রাণী সম্পদ অফিসের সরকারী ডাক্তার পরিচয়ে ভুল চিকিৎসায় পেটে (বাছুর) বাচ্চা থাকা অবস্থায় দুটি গাভীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় গত বুধবার গরুর মালিক অসহায় দরিদ্র ওয়াসিম আকরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় ক্ষতিপুরুন ও চিকিৎসকের শাস্তি চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। গত এপ্রিল মাসের ২৮ তারিখে উপজেলার জমশেদপুর গ্রামে ঘটে মর্মান্তিক এঘটনাটি।

সরকারী ডাক্তার পরিচয় দান কারী মামুনুর রশিদ। সে উপজেলার কলমা ইউপির অমৃতপুর গ্রামের আওয়ামীলীগ নেতা তোফাজ্জুল হকের পুত্র। মামুন প্রাণী সম্পদ অফিসের লাইভস্টক ফিল্ড এ্যাসিস্টেন্ট( এলএফএ) প্রজেক্টে কর্মরত ।

এঘটনায় দরিদ্র ওয়াসিম দুটি গাভীর মৃত্যুর পর বাকরুদ্ধ হয়ে পড়েছেন। ক্ষতি পুরুনের আশায় দ্বারেদ্বারে ঘুরছেন। এখবর ছড়িয়ে পড়লে ভূয়া চিকিৎসকের চরম শাস্তির দাবি উঠেছে।

অভিযোগ কারী ওয়াসিম আকরাম জানান, আমি গরীব অসহায়। সম্পদ বলতে দুটি গাভী। একটি গাভীর পেটে নয় মাস ও আরেকটির পেটে তিন মাসের বাচ্চা ছিল।

গাভী দুটি অসুস্থ হলে মামুন কে সংবাদ দেওয়া হয়। সে এসে কোনকিছু না বলে গাভী দুটিকে ১০-১২ টি ইনজেকশন পুষ করে।

পুষ করা মাত্রই তার সামনেই একটি গাভী মারা যায় এবং পরের দিন আরেকটি মারা যায়। ডাক্তারকে এসব বলা হলে সে বলছে মৃত্যু হলে কারো কিছু করার নেই। কাউকে কিছু বলা হলে তোমার খবর আছে বলেও হুমকি দিচ্ছেন।

কোন পাত্তা দিচ্ছে না।
অভিযোগে উল্লেখ, উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপির) জমশেদপুরগ্রামের তোফাজ্জুল হোসেনের পুত্র ওয়াসিম আকরাম ঋন নিয়ে দুটি গাভী লালন পালন করছিলেন।

গত এপ্রিল মাসের শেষের দিকে গাভী দুটির ক্ষুরা রোগ হয়। এঅবস্থায় রাসেল নামের একজন ব্যক্তির মাধ্যমে চিকিৎসক মামুনুরকে ডাকেন।

সে সন্ধ্যার দিকে এসে ১০-১২ টি ইনজেকশন পুষ করে। আমি নিষেধ করলে মামুন বলে আমি সরকারী চিকিৎসক জেনে বুঝে সব করছি।

ইনজেকশন দেওয়ার সাথে সাথে এবং ডাক্তারের উপস্থিতিতে একটি মারা যায় এবং পরের দিন দুপুরে আরেকটি মারা যায়। বর্তমান বাজার মূল্যে দুটি গাভীর ২ লাখ ৭০ হাজার টাকা দাম হবে।

লাইভস্টক ফিল্ড এ্যাসিস্টেন্ট (এম,এফ,এ) কর্মরত মামনুর রশিদ জানান, আমি দীর্ঘ দিন ধরে চিকিৎসা দিয়ে আসছি। গরুর মালিকের সাথে কথা বলে ইনজেকশন দেওয়া হয়েছে। আমি চলে আসার পর মারা গেছে।

আপনি চিকিৎসক না হয়ে কিভাবে চিকিৎসা দিলেন জানতে চাইলে তিনি জানান অভিজ্ঞতা অনুযায়ী কাজ করা হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমন মিয়ার মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও রিসিভ করেন নি।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড জুলফিকার মো: আকতার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামুনুর রশিদ প্রজেক্টে কাজ করে। চিকিৎসা দেওয়ার তার কোন এখতিয়ার নেই। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ট্রেনিংয়ে আছেন, সে আশার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।  তা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.