শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৩৭ am
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে পুনরায় মেয়র হিসাবে নির্বাচিত করার লক্ষ্যে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করেছেন।
বুধবার (৩ মে) বিকেল সাড়ে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজার ও এর আশেপাশের এলাকায় প্রচার প্রচারনা ও লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বাবু, নাঈমুল হুদা রানা, সাবেক ছাত্রলীগ নেতা ও বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর এবং মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মোমিন, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, শফিকুজ্জামান শফিক, মীর তৌহিদুর রহমান কিটু, শহিদুল ইসলাম বিপুল প্রমুখ।
এদিকে ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের মতিবিনিময় সভা, কুমারপাড়াস্থ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ডা: তবিবুর রহমান শেখ, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, সদস্য নফিকুল ইসলাম সেল্টু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ১২ নং ওয়ার্ড যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক মিতা দাস।
সভাপতিত্ব করেন ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আহসান হাবীব ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদদুল ইসলাম জাহিদ, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, বাংলাদেশ তাঁতী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোকসেদ-উল-আলম সুমন সহ ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতাকর্মীবৃন্দ।
এদিকে, আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে পুনরায় মেয়র হিসাবে নির্বাচিত করার লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর নেতাকর্মীদের প্রচার প্রচারণা ও উন্নয়নের চিত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে সকাল ১১টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হেড অফিসে প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন বাংলাদেশ আওয়ামী লীগ।
এছাড়াও রাজশাহী মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান সহ জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ, রেলওয়ে শ্রমিক লীগে ওপেন লাইন শাখা রাজশাহী সাধারণ সম্পাদক আকতার আলী সহ রাজশাহী কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। রা/অ