রবিবর, ২২ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৪:৪৯ am

সংবাদ শিরোনাম ::
ট্রাইব্যুনাল গঠন ও ৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন নাচোলে গুজব প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠতি অনলাইনে সরব, মাঠে নীরব আ.লীগ তানোর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, প্রতিক বরাদ্দ ঢালাও মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে : আসিফ নজরুল মোহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত মসজিদের বিশেষ আদব ও শিষ্টাচার : হাফিজ মাছুম আহমদ দুধরচকী মোহনপুরে আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সালাম গ্রেপ্তার, মিষ্টি বিতরণ দুদকের তালিকায় ১০০ ব্যক্তির সম্পদের পাহাড় গড়েছেন যারা আ.লীগ ১৪ দলীয় জোটের নেতা ও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ৭৫০ মামলা ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী
হড়গ্রাম কলেজ অধ্যক্ষ মারুফের বিরুদ্ধে শিক্ষিকাকে ধর্ষণের মামলা

হড়গ্রাম কলেজ অধ্যক্ষ মারুফের বিরুদ্ধে শিক্ষিকাকে ধর্ষণের মামলা

আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
রাজশাহী নগরীর হড়গ্রামে অবস্থিত ‘হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজে’র অধ্যক্ষ মারুফ হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় প্রতারিত ওই শিক্ষিকা নিজে বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। যার নম্বর ২৯/২৩। তারিখ চলতি বছরের ২১ এপ্রিল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের ব্যাংকিং বিষয়ের শিক্ষিকার আপন মামাতো ভাই ওই কলেজের অধ্যক্ষ মারুফ হোসেন। সেই সম্পর্কের সুবাদে অধ্যক্ষ ওই শিক্ষিকার বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করতেন। এর এক পর্যায়ে বিগত ২০১৬ সালের ২০ আগস্ট রাত ৮টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই শিক্ষিকাকে একা পেয়ে অধ্যক্ষ মারুফ হোসেন জোরপূর্বক ধর্ষণ করেন।

বিষয়টি কাউকে বললে তার চাকুরি থাকবে না বলে ভয়ভীতি দেখানো হয় ওই শিক্ষিকাকে। ওই ধর্ষণের ঘটনাকে পুঁজি করে বিয়ের প্রলোভন দিয়ে ও চাকুরি হারানোর ভয় দেখিয়ে চলতি ২০২৩ সালের ২ জানুয়ারী পর্যন্ত অধ্যক্ষ মারুফ হোসেন কলেজের বিভিন্ন কাজের বাহানা দিয়ে এবং বিভিন্ন প্রোগ্রামের কথা বলে ওই শিক্ষিকাকে ঢাকার ফার্মগেট সংলগ্ন ‘হোটেল সুপার ষ্টার’, চাঁপাইনবাবগঞ্জের ‘হোটেল আল নাহিদ’, আঁগার গাঁও ঢাকা নির্বাচন অফিস সংলগ্ন ‘বোর্ড রেষ্ট হাউজে’, ঢাকার ‘শহীদ বুদ্ধিজীবি হোষ্টেলে’ এবং শ্যামলী বড় স্টেডিয়াম সংলগ্ন ‘স্যাপ বাংলাদেশ গেষ্ট হাউজে’ বিভিন্ন সময় নিয়ে দীর্ঘ ৭ বছর ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছেন। সম্প্রতি ওই শিক্ষিকা বিয়ের জন্য চাপ দিলে অধ্যক্ষ মারুফ হোসেন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং মিথ্যা অভিযোগ দিয়ে ওই শিক্ষিকার বিরুদ্ধে কৈফিয়ত তলব করেন। এছাড়া ওই শিক্ষিকাকে মানসিক চাপ সৃষ্টিসহ বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও মামলার এজাহারে দাবি করা হয়েছে।

এবিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেছেন- হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মারুফ হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে কলেজের এক শিক্ষিকাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করার অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেফতারের চেষ্টা চলছে। তা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.