শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০১:০০ am

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
আজ মুক্ত গণমাধ্যম দিবস, পাঁচ কারণে মত প্রকাশের স্বাধীনতা জরুরি

আজ মুক্ত গণমাধ্যম দিবস, পাঁচ কারণে মত প্রকাশের স্বাধীনতা জরুরি

নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক জরিপ ও হিসাব-নিকাশে গণমাধ্যমের স্বাধীনতার এই শতকে সবচেয়ে শোচনীয় অবস্থায় রয়েছে। একইসঙ্গে আছে সাংবাদিকদের ওপর হামলা, মামলা এবং নজরদারিও। এমন পরিস্থিতির মধ্যে আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করছে গোটা বিশ্ব। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মত প্রকাশের স্বাধীনতা সব ধরনের মানবাধিকারের চালিকাশক্তি।’

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ৫৬ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, মামলা, হুমকি ও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাধার শিকার হয়েছেন। প্রতিবেদনে উল্লেখ আছে—জোরপূর্বক অপহরণ ও নিখোঁজ, রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা, সংখ্যালঘু নির্যাতন, ডিজিটাল সিকিউরিটি আইনের অপপ্রয়োগের মাধ্যমে মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়ার মধ্য দিয়ে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে। আর বাকস্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন আর্টিকেল নাইনটিনের হিসাব অনুযায়ী, বাংলাদেশে গত তিন বছরে ২০০-এর বেশি সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার শিকার হয়েছেন। এসব মামলায় অর্ধশত সাংবাদিককে গ্রেফতারও করা হয়েছে।

এই পরিস্থিতিতে দুটি জরুরি প্রশ্ন উত্থাপিত হতে দেখা যায়—মত প্রকাশের স্বাধীনতা থাকা জরুরি কেন, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে গণমাধ্যমের করণীয় কী?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন মনে করেন, পাঁচ কারণে মত প্রকাশের স্বাধীনতা জরুরি। প্রবল শক্তিশালীর বিরুদ্ধে লড়াই করার হাতিয়ার হিসেবে এর গুরুত্ব অপরিসীম। এটি সব পক্ষকে দায়িত্বশীল করে, ধর্মীয়-জাতিগত চিন্তা কিংবা লৈঙ্গিক সংখ্যালঘু জনগোষ্ঠীর সমানাধিকার নিশ্চিত করে এবং প্রয়োজনীয় পরিবর্তন ও উদ্ভাবনের মধ্য দিয়ে একটি অধিকতর ন্যায্য সমাজ প্রতিষ্ঠায় কাজ করে। তিনি বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা আর্টিকেল ১৯-এর মাধ্যমে সর্বজনীন মানবাধিকার ঘোষণায় মৌলিক অধিকার হিসেবে বিবেচিত। তাই অন্যান্য মানবাধিকার রক্ষার জন্য এই মত প্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণের কেন্দ্রীয় শক্তি।’

মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের করণীয় উল্লেখ করতে গিয়ে গোবাল টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘প্রশ্ন উঠেছে বাংলাদেশের গণমাধ্যম যে তথ্য বা কনটেন্ট উপস্থাপন করে, তার মালিকানা আসলে কার কাছে? সাংবাদিকের কাছে যিনি জনগণের প্রতিনিধিত্ব করছেন? নাকি গণমাধ্যম মালিকের কাছে? নাকি রাষ্ট্রের—যার ক্ষমতা তার কাছে? এসব জটিল প্রশ্নের নানা ধরনের উত্তর হবে। তবু বলতে হবে, ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গ, গণমাধ্যমের মালিক ও রাষ্ট্রের মিলিত নেক্সাসের মধ্যে পড়েও জনগণের ভরসার এখনও শেষ ঠিকানা গণমাধ্যম।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক অনেক প্রতিষ্ঠানের অকার্যকারিতায় বিভিন্ন বিষয়ে বিতর্কের, মত প্রকাশের সুযোগ করে দিচ্ছে গণমাধ্যমই এবং সেটা করছে সাংবাদিক সমাজ একটা লড়াইয়ে আছে বলেই। বাংলাদেশের গণমাধ্যমে বড় পুঁজির প্রবেশ ঘটেছে। একটা ঝা চকচকে অবস্থা অনেক দিন ধরে, অনেকের মাঝে দেখা গিয়েছে। কিন্তু তথাকথিত পুঁজি সাধারণ করপোরেট সংস্কৃতিও এই জগতে আনতে পারেনি। বাংলাদেশের খুব কম পত্রিকা, টেলিভিশন, বেতার বা অনলাইনের প্রাতিষ্ঠানিকতা দেখছি আমরা। গণমাধ্যমকর্মীদের রাজনৈতিক বিভাজন একটি বড় উদ্বেগের কারণ। সরকারের সহযোগিতায় এবং একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিজেদের উদ্যোগে গণমাধ্যমগুলো প্রাতিষ্ঠানিক হয়ে না উঠলে, আমাদের সাংবাদিকতার মান বাড়বে না। আমাদের স্বাধীনতা নিশ্চিত হবে না। একইসঙ্গে আর্থিক অবস্থার কোনও বিকাশ দেখতে পাবো না নিকট ভবিষ্যতে।’

গণমাধ্যম পরিস্থিতি কেমন মুক্ত বা স্বাধীন, সে বিষয়ে বলতে গিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘বাংলাদেশে গণমাধ্যম সংখ্যার দিক দিয়ে বিকশিত হয়েছে। এখানে প্রতিষ্ঠান ও মালিকের স্বাধীনতা এসেছে। কিন্তু সাংবাদিকতার স্বাধীনতা যদি বলি, সেটা ধারাবাহিকভাবে একই জায়গায় রয়ে গেছে।’ ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক হেনস্তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সাংবাদিকের সংবাদ সংগ্রহকে ঘিরে যে আঘাতের সম্মুখীন হওয়ার ঘটনা বারবার ঘটছে, তা মুক্ত বা স্বাধীন সাংবাদিকতার জন্য প্রেক্ষাপট পরিপূর্ণভাবে নিশ্চিত করতে পেরেছে, বলা যাবে না। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক নির্যাতনের সুযোগ যে ধারাগুলোতে রয়েছে, সেগুলো সংশোধন বা বাতিলের দাবি আমরা শুরু থেকে জানিয়ে এলেও এখনও কোনও উদ্যোগ নেওয়া হয়নি, সেটি হতাশার।’ সূত্র : বাংলাট্রিবিউন

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.