সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৩৯ pm
নিজস্ব প্রতিবেদক :
নির্বাচন আসলে বিএনপি ভণ্ডামির আশ্রয় নেয় বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেছেন, সিটি নির্বাচন নিয়ে এবারো তারা ভণ্ডামির আশ্রয় নিয়েছে।
মির্জা ফখরুল ইসলাম বলছেন- ‘আমাদের দল থেকে কেউ নির্বাচনে অংশ নেবে না। এমনকি কাউন্সিলর পদে কেউ নির্বাচন করবে না।’ আমরা তো দেখেছি অতীতে, এবারো মনে হয় দেখতে হবে, ধানের শীষ মার্কা বাদ দিয়ে তাদের দলের নেতাকর্মীরা কাপ পিরিচ, দোয়াত-কলম বা চেয়ার-টেবিল মার্কা নিয়ে মেয়রপদে, কাউন্সিলর পদে ভোট করতে পারে। তারা ভোট করলে ভোটের মাধ্যমে জবাব দেওয়া হবে। আওয়ামী লীগ ভোটের দল। আর বিএনপি অন্ধকার থেকে ও ক্যান্টনমেন্ট থেকে আসা দল। তাদের আমরা ভয় করি না। জনগণ আমাদের সঙ্গে আছে।
সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে রাজশাহী মহানগর যুবলীগের নেতাকর্মীদের সাথে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র বলেন, রাজশাহীতে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। এবার হবে কর্মসংস্থান। আমার নির্বাচনি ইশতেহারের প্রথম বিষয় থাকবে কর্মসংস্থান। কর্মসংস্থানের লক্ষ্যে ইতোমধ্যে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে। এখন প্লট বরাদ্দের অপেক্ষায় রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী চামড়া শিল্প পার্ক অনুমোদন দিয়েছেন। সেটির কাজ বাস্তবায়ন করা হবে। বিসিক শিল্পনগরী-২ ও চামড়া শিল্প পার্কে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে।
রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চুর সঞ্চালনায় সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী ও যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি প্রমুখ বক্তব্য দেন। রা/অ