শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:২৬ am
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের তফশিল ঘোষণার পর বৃহস্পতিবার থেকে প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন শুরু হয়েছে। তবে, রোববার (৩০ এপ্রিল) থেকে রাসিক নির্বাচনের জন্য সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র উত্তোলন শুরু করেন। এখন পর্যন্ত মেয়র পদে কেউ মনোনয়নপত্র উত্তোলন করেননি। সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সংরক্ষিত পদে ১৬ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। তিনি বলেন, মূলত গত বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হলে রোববার থেকে মনোনয়নপত্র তোলা শুরু করেন প্রার্থীরা। রোববার থেকে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন শুরু করেছেন। রোববার মনোনয়নপত্র কম উত্তোলন কম হলেও গত সোমবার থেকে মনোনয়নপত্র উত্তোনের সংখ্যা বেশি। তিনি আরও বলেন, ইতোমধ্যে বেশ কিছু প্রার্থী মনোনয়নপত্র উত্তোলনের পর জমা দিয়েছেন। অনেকেই এখনো জমা দেননি। তিনি বলেন, প্রার্থীরা চাইলে যে কোনো সময় এসে মনোয়নপত্র উত্তোলন করতে পারবেন। তবে প্রার্থীদের মানতে হবে নির্বাচনী আচারণবিধি। কোনো অবস্থাতেই নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করা যাবে না।
এবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন ভোটার ভোট দিবেন। এরমধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। তারমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ জন এবং নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। এর মধ্যে ৩০ হাজার ১৫৭ জন তরুণ-তরুণী প্রথম ভোট দিবেন। গত বছর ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ২২ হাজার।
এবার সম্ভাব্য ১৫২ টি ভোটকেন্দ্রের ১১৭৩ টি কক্ষে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২১ মে নমিনেশন দেয়া শুরু হবে। ২৩ মে মনোনয়ন দাখিলের শেষ সময়। এছাড়া ২ জুন প্রতীক বরাদ্দ দেয়া হবে। রা/অ