শুক্রবার, ২০ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:৩২ pm

সংবাদ শিরোনাম ::
দুদকের তালিকায় ১০০ ব্যক্তির সম্পদের পাহাড় গড়েছেন যারা আ.লীগ ১৪ দলীয় জোটের নেতা ও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ৭৫০ মামলা ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ
তানোরে এসএসসি ও সমমান পরীক্ষায় ৬টি কেন্দ্রে অনুপস্থিত ৬৮ জন

তানোরে এসএসসি ও সমমান পরীক্ষায় ৬টি কেন্দ্রে অনুপস্থিত ৬৮ জন

সাইদ সাজু : রাজশাহীর তানোরে এসএসসি ও সমমান পরীক্ষার ৬ টি কেন্দ্রে প্রথম দিনের বাংলা পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৬৮ জন পরীক্ষার্থী।

এর মধ্যে তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ছিলো ৬ জন পরীক্ষার্থী। তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ছিলো ৯ জন পরীক্ষার্থী।

বিল্লি স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে অনুপস্থিত ছিলো ৩ জন পরীক্ষার্থী। মুন্ডমালা সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ছিলো ১০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

চৌবাড়িয়া মালশিরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। অপর দিকে মুন্ডমালা কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

৩০ এপ্রিল রোববার থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও দাখিল এবং ভোকেশনাল পরীক্ষা।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোর উপজেলায় ৬ টি পরীক্ষা কেন্দ্র, এর মধ্যে ৪ এসএসসি, ১টি দাখিল ও ১ টি ভোকেশনাল পরীক্ষা।

তানোর উপজেলার ৬টি কেন্দ্রে ৩ হাজার ৬১৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়ার জন্য ফরম পুরন করেন। এর মধ্যে প্রথম দিনের বাংলা পরীক্ষায় ৬৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

এর মধ্য সব চাইতে বেশী অনুপস্থিত ছিলো ৩১ জন পরীক্ষার্থী। মুন্ডুমালা কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার জন্য ফরম পুরুন করেন ৪৫১ জন। উপজেলায় ২৮ টি মাদ্রাসা রয়েছে গড়ে ১৬ জন করে প্রতিষ্ঠান হিসেব আসে।

মাদ্রাসা কেন্দ্র সচিব সিনাশো সিনিয়র আলিম মাদ্রাসার সুপার মাওলানা হারুনুর রশিদ বলেন, ৩১ জন পরিক্ষায় অংশগ্রহন করেন নি।

কি কারনে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রীদের বিয়ে ও কোন কর্ম করতে হয়তো বাহিরে আছেন।

তবে প্রতিষ্ঠান প্রধানদের এসব বিষয়ে সতর্ক হওয়া দরকার। কারন ফরম পুরুন করেছে পরিক্ষায় অংশ নিবে না এটা হতে পারে না।

যে মাদ্রাসা থেকে পরিক্ষায় অংশগ্রহন করেন নি তাদের বিষয়ে মাদ্রাসা বোর্ডকে অবহিত করা হবে।.

উপজেলায় ৬ টি ভোকেশনাল স্কুল থেকে এবারে ফরম পুরুন করেন ১৩৮ জন পরিক্ষার্থী, যা গতবার ছিল ২২০ জন।

উপজেলার শেষপ্রান্ত মালশিরা ভোকেশনাল স্কুলে কেন্দ্র করা হয়। যার কারনে পরিক্ষার্থীর সংখ্যা কমেছে বলে মনে করেন শিক্ষক রা।

যাতায়াতের জন্য দ্বিগুন ভাড়া ও সময়মত উপস্থিত হতে না পরারও একটা কারন বলেও অনেকের ধারনা।

কেন্দ্র সচিব কফিল উদ্দিন বলেন, এবারে ১৩৮ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহনের জন্য ফরম পুরুন করেন।

কিন্তু প্রথম দিনে ৯ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিকে চারটি কেন্দ্রে এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হয়।

পৌর সদর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিক্ষারর জন্য ফরম পুরুন করেন ৭৬৭ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ৬ জন বলে জানান কেন্দ্র সচিব মাইনুল ইসলাম।

তালন্দ এএম উচ্চ বিদ্যালয়ে ৬২০ জন পরিক্ষায়য় অংশগ্রহনের জন্য ফরম পুরুন করলেও ৯ জন অনুপস্থিত ছিলেন বলে জানান কেন্দ্র সচিব আলতাব হোসেন।

কিসমত বিল্লি স্কুল এন্ড কলেজে ৬১৪ জন ফরম পুরুন করলেও অনুপস্থিত ছিলেন ৩ জন বলে জানান কেন্দ্র সচিব অধ্যাক্ষ জামিলুর রহমান

মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ২৭ জন পরিক্ষা দেওয়ার জন্য ফরম পুরুন করলেও ১০ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলেন জানান ওই স্কুলের শিক্ষক কামাল হোসেন।

কেন্দ্র সচিব প্রধান শিক্ষক কামিল মার্ডির মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেন নি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, যে সকল প্রতিষ্ঠান থেকে অনুপস্থিত হয়েছে ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, আজ ছুটি আছে, মঙ্গলবারে খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন। তা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.