সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৪০ pm
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর:
মোহনপুরে কালবৈশাখী ঝড়ের তান্ডবে বিভিন্ন এলাকায় ফল ও ফসলের ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
৩০ এপ্রিল রোববার সন্ধা ৬টার দিকে ঝড় আঘাত হানে। এসময় বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভাবে বৃস্টির সঙ্গে শিলা বর্ষণ হয়েছে।
এতে বড় গাছের ডালপালা ভেঙে গেছে। মাটিতে শুয়ে পড়েছে অনেক পানবরজসহ বোরোধান। এলোমেলো ঝড়ে ঝরে পড়েছে গাছের আম।
উপজেলার রায়ঘাটী, ধুরইল, জাহানাবাদ ইউনিয়নের অধিকাংশ স্থানে এবং কেশরহাট পৌরসভার সব স্থানেই ঝড়ের প্রকোপ বেশি ছিল বলে ভুক্তভুগিদের দাবী।
উপজেলার আমরাইল গ্রামের পানচাষি মিলন হোসেন বলেন ঝড়ে তার ১০ কাঠা জমির পানবরজ সম্পূর্ণ ভাবে মাটিতে শুয়ে পড়েছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
মোহনপুর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে রোববারের ঝড়ে ফল ও ফসেলের কিছুটা ক্ষতি সাধন হয়েছে। তা/অ