রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৩৩ am
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর : রাজশাহীর তানোর ও মোহনপুর উপজেলার উপর দিয়ে বয়ে গেছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়। এতে এলাকা ভিত্তিক দুয়েক স্থানে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। এতে তেমন কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন এলাকাবাসী।
তবে, তানোর ও মোহনপুর সিমান্ত বিল কুমারী বিলে কেটে রাখা পাকা বোরো ধান নিয়ে কৃষকদের মধ্যছিলো হতাশার ছাপ। কৃষকরা বলছেন, আজকের বৃষ্টিতে বোরো ধানের তেমন কোন ক্ষতি হয়নি। দুয়েক দিন রোদ হলে ঠিক হয়ে যাবে কেটে রাখা বোরো ধান।
বুধবার (২৬এপ্রিল) বিকেলে এই দুই উপজেলাজুড়ে ছিল কালো মেঘের ঘনঘটা। মেঘের গর্জনের সাথে ছিল দমকা ঝড়ো হাওয়া।
তবে, অঞ্চল ভেদে সামান্য পরিমান বৃষ্টি হলেও মোহনপুর উপজেলার মৌগাছি এলাকায় কিছুটা কুঁচি শিলা বর্ষণ হয়েছে। অপরদিকে, তানোর উপজেলার হাড়দ ও সিলপুর এলাকায় কুচি শিলাসহ বৃষ্টি হয়েছে।
এতে কিছুটা গুঁটি আম ঝরে পড়লেও বোরো ধানের তেমন ক্ষতি হবে না বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও এই দুই উপজেলার অন্যান্য এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তানোর ও মোহনপুর উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছেন, এই বৃষ্টিতে ফল ও ফসলের উপকার হবে। তবে, আলুর জমিতে রোপন করা বোরো ধানের জন্য এই বৃষ্টি ছিলো আর্শিবাদ। তা/অ