সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৩১ pm

সংবাদ শিরোনাম ::
পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার
তানোরে ঝড় বৃষ্টিতে বেকায়দায় বিলকুমারী বিলের বোরো চাষীরা

তানোরে ঝড় বৃষ্টিতে বেকায়দায় বিলকুমারী বিলের বোরো চাষীরা

 

আব্দুস সবুর (নিজস্ব প্রতিবেদক) তানোর:

উজ্জল বিলকুমারী বিলের বাঁধের উপরে কাদের চায়ের দোকানে বসে ছিলেন। শুরু হয়েছে বৈশাখী ঝড় বৃষ্টি। বিলকুমারী বিলে ১ বিঘা জমির ধান কাটা আছে।

আগামী বৃহস্পতিবার বাড়িতে নিয়ে আসত ধান। কিন্তু উজ্জলের আসা ভঙ্গ করে দিয়েছে ঝড় বৃষ্টি। এখন আর বৃহস্পতিবারে তুলতে পারবেন না বোরো ধান।

কারন ধান ভিজে গেছে, জমিতে পানিও জমেছে। টানা বৃষ্টি হলে ভিজে ধান তুলতে হবে বাধ্য হয়ে। কিন্তু শুকনো ধান আর খড় পাবে না। এক বিঘায় ১৮-২০ পন খড় হত, যার দাম হত সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা।

সেটা উজ্জলসহ যাদের ধান কাটা আছে সবার একই অবস্থা। উজ্জলের বাড়ি মোহনপুর উপজেলার ঘাষিগ্রামে বাড়ি। উজ্জল জানান, ঝর বৃষ্টি বেশিক্ষণ হয়নি।

বৃষ্টি না হলে বৃহস্পতিবারে ধান বাড়ির আঙ্গিনায় আনা যাবে। আর রাতে বৃষ্টি হলে দুই তিন দিন জমিতে রাখতে হবে।

জানা গেছে, বুধবার দুপুরের পর থেকে আকাশে মেঘ ছিল। মেঘ দেখেই কৃষকরা বিভিন্ন যান বহনে দ্রুত কাটা ধান বাড়ির খৈলানে নিয়ে আসা শুরু করেন। বিকেল ৪.৪৬ মিনিটে শুরু হয় ঝড় বৃষ্টি আর ৫.৬ মিনিটের দিকে শেষ হয়।

অবশ্য বীলের কাটা ধানে সামান্য পরিমান বেগ পেতে হলেও আলুর জমিতে রোপন করা বোরো ও আউশ ধানের মারাত্মক উপকার হবে এবং আম, লিচু, লেবু ও কাঠালেরও পর্যাপ্ত উপকার বলে মনে করছেন কৃষি দপ্তর।

দেলোয়ার, মনি ও বকুল জানান, ঝড় বৃষ্টির খুব একটা গতি ছিল না। কাটা ধানের তেমন একটা ক্ষতি হবে না। যাদের ধান কাটা আছে তাদের ধানগুলো ভিজেছে মাত্র। বৃষ্টির প্রচুর প্রয়োজন ছিল।

বৈশাখের প্রথম দিকে বৃষ্টি না হলেও ১২ দিনে কথা রেখেছে বৈশাখ। খরতাপের কারনে পিচঢালা রাস্তায় চলাচল ও ধূলায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল।

কিন্তু রহমতের বৃষ্টিতে শীতল হাওয়া বইছে। আম,লিচু, লেবু, কাঠাল ও গাছপালার প্রচুর উপকার হবে।

বিলে ৫ বিঘা জমির ধান কেটেছেন কৃষক সারোয়ার। এর মধ্যে তিন বিঘা জমির শুকনো ধান তুলেছেন, বাকি দু বিঘা জমিতে আছে। বৃষ্টির জন্য ভিজে গেছে। তিনি জানান, ভিজে ধানের জন্য বাড়তি খরচ গুনতে হবে।

উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ জানান, এঝড় বৃষ্টিতে কোন ক্ষতি হবে না। বরং আলুর জমির বোরো আউশ ও আম, লিচু, কাঠালের প্রচুর উপকার হবে।

এবারে বোরো চাষ হয়েছে ১২ হাজার ৫০০ হেক্টর জমিতে। ফলনের লক্ষমাত্রা ৭০ হাজার মে:টন ধরা হয়েছে। কিন্তু এবার বাম্পার ফলনের জন্য ১ লক্ষ মে:টন ফলন হবে বলে আসা করেন এই কর্মকর্তা। তা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.