রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৪৫ am
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে গত ২৪ এপ্রিল রাতে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মোহনপুর উপজেলা নির্বাহি অফিসার ও কেশরহাট পৌরসভার মেয়রের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩০ মিনিট ধরে কাজ করে আগুণ নিয়ন্ত্রণে আনে।
আগুণ নিয়ন্ত্রণের আগেই পাঁচটি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। সোনার দেশে এ সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।
রাজশাহী জেলাপ্রশাসক শামীম আহম্মেদ ২৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থদের স্বান্তনা দেয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতা করেন।
এসময় মোহনপুর উপজেলা নির্বাহি অফিসার ফাতেমাতুজ জোহুরা, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন। রা/অ