রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৪০ am
নিজস্ব প্রতিবেদক, মোহনপুর :
রাজশাহী-নওগাঁ মহসড়কের কেশরহাট সিটিসেল টাওয়ার এলাকায় অন্যের জমি জোরপুর্বক দখলের অভিযোগ উঠেছে। এবিষয়ে বাকশৈল মহল্লার মৃত কছির উদ্দিনের ছেলে আবদুল বারি নামের ভুক্তভুগি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার বাকশৈল মৌজায় জেএল ১১৭ এবং ২২৯ নম্বর খতিয়ানের ৩৫৩ দাগে পৈত্রিক সূত্রে ভোগদখল করে আসছিলেন আবদুল বারি। পরবর্তীতে ওই জমিটি সিএন্ডবি অধিগ্রহণ করে। এরপর সিএন্ডবির ব্যবহারের অবশিষ্ট জমি বারি দিং ভোগদখল করছিলেন। সম্প্রতি কেশরহাট পৌর এলাকার বাকশৈল মহল্লার মৃত মোহাম্মদ আলীর ছেলে বাবুল হোসেন ওই জমিতে থাকা গাছপালা কেটে হঠাৎ জোরপুর্বক ঘর নির্মাণ শুরু করেন। খবর পেয়ে বারি বাধা দিতে গেলে বাবুল হোসেন ভয়ভীতি দেখিয়ে তাদের তাড়িয়ে দেন। বারি নিরুপায় হয়ে কেশরহাট পৌর মেয়রসহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানতে চাইলে বাবুল হোসেন বলেন, ২০১৫ সালে ওই জমিটি আমার কেনা। যার খারিজ খাজনা পরিশোধ আছে। আমি অভিযোগকারি বারির আপন ভাগিনা। বারির হাফ শতাংশ জমি ছিল যা সিএন্ডবি অধিগ্রহণ করে নিয়েছে। আমার জমিটি গর্ত ছিল। কয়েক বছর ধরে তা মাটি ভরাট করেছি। বারির জমি বাদ রেখে আমার জমিতেই ঘর নির্মাণ করেছি। আমি কাউকে খয়ভীতি দেখায়নি এমন কি ঘর নির্মাণের সময় বারি ঘটনাস্থলে আসেননি। মিথ্যাভাবে অভিযোগ দিয়ে আমার সুনাম ক্ষুন্ন করা হয়েছে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম বাদশাহ বলেন অভিযোগের বিষয়টি তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয় হবে। রা/অ