রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:৩৭ am
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার বৃহত্তর কেশরহাটে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান ভষ্মিভুত হয়েছে।
খবর পেয়ে কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামানসহ মোহনপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রূত ঘটনাস্থে পৌঁছে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আসে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ আগুণ লাগে বলে জানা গেছে।
প্রাথমিক ভাবে আগুণ লাগার কারণ জানা যায়নি তবে কসমেটিক দোকানে রাখা আতষনাজি থেকে বিসফোর হয়ে আগুণের সূত্রপাত বলে অনেক ব্যবসায়িরা মন্তব্য করেন।
এছাড়া ব্যবসায়িরা আরো জানান, বাজারের ব্যবসায়ী জামালের কসমেটিক দোকান হতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের সময় অশংখ্য আতষবাজি (পটকা) বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত অনেকেই।
এ অগ্নিকাণ্ডে পার্শ্ববর্তী মাইনুলের স্যান্ডেলের দোকানসহ পাঁচ দোকান পুড়ে যায়।
এর কিছুক্ষণ পর মোহনপুর উপজেলা নির্বাহি অফিসার ফাতেমাতুজ জোহুরা ঘটনাস্থলে পৌঁছান। এসময় তিনি সাংবাদিকদের জানান কেশরহাটে চরম অগ্নিকাণ্ড ঝুঁকিতে রয়েছে।
গত সপ্তাহে অগ্নিকাণ্ড ঝুঁকি এড়াতে ব্যাবসায়ীদের সঙ্গে কথা বলেছি। আজকের ঘটনায় ফায়ার সার্ভিসসহ সকলের সহযোগিতায় দ্রূত আগুণ নিয়ন্ত্রণে এসেছে। তা/ অ