রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ১২:৫৮ pm
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
সম্প্রতি এমপিওভূক্ত হওয়া রাজশাহীর বাগমারার সারন্দী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ মীর ও সভাপতি কাজিম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বণিজ্যের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় সারোন্দি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, সারন্দী আদর্শ উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে নিয়োগ পাওয়ার আশায় অভিযোগকারীর বাবা মফিজ উদ্দিন নগদ ৫০ হাজার টাকা এবং স্কুল মাঠের এক শতক জমি প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রি করে দেন। শর্তছিল প্রতিষ্ঠান এমপিওভূক্ত হলে তাকে নিয়োগ দেওয়া হবে। কিন্তু মফিজ উদ্দিন একটি দুর্ঘটনায় মারা গেলে তার ছেলে আশরাফুল ইসলামকে ওই পদে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধান শিক্ষক। কিন্তু সম্প্রতি প্রতিষ্ঠান এমপিওভূক্ত হওয়ার পর প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি কাজিম উদ্দিনের ছেলে আহম্মাদ আলীকে ওই পদে নিয়োগ দিয়ে ডোনেশনের নামে দশ লক্ষ টাকা নিয়ে আত্নসাৎ করেছেন প্রধান শিক্ষক আব্দুর রশিদ মীর।
এছাড়া সভাপতির আরেক ছেলে মোহাম্মদ আলী বিদেশে থাকা অবস্থায় প্রধান শিক্ষক পনের লক্ষ টাকা নিয়ে জালিয়াতির মাধ্যমে বিদ্যালয়ের পূর্বের কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে অবৈধভবে অফিস সহকারি পদে নিয়োগ দিয়েছেন। অপরদিকে রংছাতি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আফিল হোসেনকে পনের লক্ষ টাকার বিনিময়ে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে ওই শিক্ষক এক সাথে দুইটি প্রতিষ্ঠানে চাকরী করছেন এবং সভাপতি ও প্রধান শিক্ষক মিলে তার বেতনের টাকা ভাগ বাটোয়ারা করে সরকারি অর্থ আত্নসাৎ করছেন।
তবে অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ মীর। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মাহমুদ হাসান বলেছেন, ভুয়া নিয়োগ দিয়ে বেতনের জন্য কাগজপত্র দাখিল এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্তের জন্য আজ মঙ্গলবার উভয় পক্ষকে নোটিশ দিয়ে ডাকা হয়েছে। রা/অ