রবিবর, ২২ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৪:৫৯ am

সংবাদ শিরোনাম ::
ট্রাইব্যুনাল গঠন ও ৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন নাচোলে গুজব প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠতি অনলাইনে সরব, মাঠে নীরব আ.লীগ তানোর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, প্রতিক বরাদ্দ ঢালাও মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে : আসিফ নজরুল মোহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত মসজিদের বিশেষ আদব ও শিষ্টাচার : হাফিজ মাছুম আহমদ দুধরচকী মোহনপুরে আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সালাম গ্রেপ্তার, মিষ্টি বিতরণ দুদকের তালিকায় ১০০ ব্যক্তির সম্পদের পাহাড় গড়েছেন যারা আ.লীগ ১৪ দলীয় জোটের নেতা ও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ৭৫০ মামলা ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী
সোমবার বঙ্গভবন ছাড়ছেন বর্ষীয়ান রাজনীতিক আবদুল হামিদ

সোমবার বঙ্গভবন ছাড়ছেন বর্ষীয়ান রাজনীতিক আবদুল হামিদ

ডেস্ক রির্পোট :
টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করা মো. আবদুল হামিদকে আনুষ্ঠানিক বিদায় জানাবে বঙ্গভবন। রোববারই বঙ্গভবনে আবদুল হামিদের শেষ কার্যদিবস। দীর্ঘ এক দশক ধরে বঙ্গভবনে থাকার সময় আবদুল হামিদ রাষ্ট্রপ্রধানের বাসভবনকে তার স্বভাবসুলভ হাস্যরসে বলেছেন, ‘জেলখানা’। নিজেকে তুলনা করেছেন, ‘খাঁচার পাখির’ সঙ্গে। সেই ‘খাঁচা’ থেকে সোমবার বের হচ্ছেন এই বর্ষীয়ান রাজনীতিক।

 

সোমবার বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণের পর শুরু হবে আবদুল হামিদের বিদায় পর্ব। ইতোমধ্যে বিদায় অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বঙ্গভবন। এটিই হবে দেশের ইতিহাসে প্রথম কোনো রাষ্ট্রপতিকে সামরিক কায়দায় আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো। বড় ধরনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় নেয়ার পর আবদুল হামিদ রাজধানীর নিকুঞ্জে তার নিজ বাড়িতে উঠবেন।

২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি পদে শপথ নেন মো. আবদুল হামিদ।

সোমবার বেলা ১১টায় দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন শপথগ্রহণের মধ্য দিয়ে দায়িত্বভার নেবেন। শপথ পাঠ করাবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানে আবদুল হামিদ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্যসহ বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।

শপথের পর আবদুল হামিদ ও সাহাবুদ্দিন চেয়ার বদল করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

দৈনিক বাংলাকে প্রেস সচিব আরও বলেন, ‘সোমবারই মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবন থেকে বিদায় নেবেন। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাকে বিদায় দেয়া হবে। তিনি নিকুঞ্জে নিজ বাড়িতে উঠবেন।’

গত ১৭ এপ্রিল বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা আবদুল হামিদের সম্মানে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন। এর আগে গত মার্চে তিনি গণমাধ্যমের সঙ্গে বিদায়ী মতবিনিময় করেছিলেন।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, নতুন রাষ্ট্রপতির শপথের পর দুপুর সাড়ে ১২টায় আবদুল হামিদের বিদায় পর্ব শুরু হবে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) তাকে গার্ড অব অনার ও অভিবাদন জানাবে। বঙ্গভবনের ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে এই গার্ড অব অনার দেয়া হবে। এরপর বিদায়ী রাষ্ট্রপতিকে ফুলে সজ্জিত একটি খোলা জিপে করে বঙ্গভবনের ফোয়ারা এলাকা থেকে প্রধান ফটকের দিকে নিয়ে যাওয়া হবে। বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা বিদায়ী রাষ্ট্রপতিকে বহনকারী জিপটিকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাবেন। এ সময় রাস্তার দুই পাশ থেকে ফুলের পাপড়ি ছিটানো হবে।

এরপর প্রধান ফটক থেকে ভিভিআইপি প্রটোকলে বিদায়ী যাত্রা করবেন আবদুল হামিদ। দীর্ঘ ১০ বছর পর বঙ্গভবন ছেড়ে নিকুঞ্জে তৈরি করা নিজের নতুন বাড়িতে যাবেন তিনি। বসবাস শুরু করবেন নিকুঞ্জ-১-এর ক-ব্লকের ৩ নম্বর রোডের নতুন ঠিকানায়।

প্রথম কোনো রাষ্ট্রপতির আনুষ্ঠানিক বিদায় :
বাংলাদেশে এর আগে ২০ জন রাষ্ট্রপতি বিদায় নিয়েছেন। তবে কেউই কার্যত আনুষ্ঠানিক বিদায় পাননি। আবদুল হামিদকে বঙ্গভবন আনুষ্ঠানিক বিদায় দিচ্ছে। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে সামরিক কায়দায় গার্ড অব অনার ও প্রটোকল দিয়ে নিজের ঠিকানায় পৌঁছে দেবে।

বাংলাদেশের প্রথম ও ষষ্ঠ রাষ্ট্রপতি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্যের হামলায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। আরেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে সেনাসদস্যদের হাতে নিহত হন।

মুক্তিযুদ্ধকালে দেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম। তবে তার বঙ্গভবনে ওঠা হয়নি। তৃতীয় রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী ও চতুর্থ রাষ্ট্রপতি মোহাম্মদ মুহম্মদউল্লাহ তাদের মেয়াদ শেষ না করেই বিদায় নেন। এর মধ্যে সংবিধান সংশোধন করে আবারও রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তনের ফলে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর নতুন প্রেক্ষাপটে রাষ্ট্রপতি হন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কুশীলবদের একজন খন্দকার মোশতাক আহমদ। তবে বিপ্লব-পাল্টা বিপ্লবে তিন মাসেরও কম সময় দায়িত্ব পালন করে তাকে বিদায় নিতে হয়।

রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদত মোহাম্মদ সায়েম, বিচারপতি আব্দুস সাত্তার এবং আবুল ফজল মুহম্মদ আহসান উদ্দিন চৌধুরীকে চাপের মুখে পদ থেকে সরে যেতে হয়েছে। সায়েমকে সরিয়ে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হন এবং জিয়া হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর আব্দুস সাত্তার রাষ্ট্রপতি হন। পরে আব্দুস সাত্তারকে সরিয়ে আবুল ফজল মুহম্মদ আহসান উদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতি করেন তৎকালীন সিএমএলএ (প্রধান সামরিক আইন প্রশাসক) হুসেইন মুহম্মদ এরশাদ। পরে তাকে সরিয়ে নিজেই দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন হুসেইন মুহম্মদ এরশাদ। গণআন্দোলনে এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হলে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর দেশের অস্থায়ী রাষ্ট্রপতি (১৪তম) হন বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। তিনি ১৯৯১ সালের ৯ অক্টোবর অস্থায়ী রাষ্ট্রপতির পদ থেকে প্রধান বিচারপতির পদে ফিরে যান।

পরবর্তী সময়ে আবদুর রহমান বিশ্বাস, সাহাবুদ্দীন আহমদ ও অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ প্রত্যেকে রাষ্ট্রপতি হিসেবে তাদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করলেও তাদের বিদায়টা আনুষ্ঠানিক হয়নি। তারা তিনজনই অনেকটা নীরবে বঙ্গভবন ত্যাগ করেন। দেশের অষ্টাদশ রাষ্ট্রপতি একিউম বদরুদ্দোজা চৌধুরী দেড় বছরের কিছু বেশি সময় দায়িত্ব পালনের পর অভিশংসন পরিস্থিতির মুখোমুখি হলে পদত্যাগ করে বঙ্গভবন ছাড়েন। দেশের ১৯তম রাষ্ট্রপতি ছিলেন স্পিকার জমির উদ্দিন সরকার (ভারপ্রাপ্ত)। দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে জিল্লুর রহমান চার বছরের মতো দায়িত্ব পালন করে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

জিল্লুর রহমান মৃত্যুর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২০১৩ সালের ১৩ মার্চ অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের তৎকালীন স্পিকার আবদুল হামিদ। জিল্লুর রহমানের মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন। পরে আওয়ামী লীগের মনোনয়নে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২০১৩ সালের ২৪ এপ্রিল আবদুল হামিদ দায়িত্বভার গ্রহণ করেন। ২০১৮ সালের ২৪ এপ্রিল তিনি দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।

আবদুল হামিদের বর্ণাঢ্য জীবন :
১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্ম নেন আবদুল হামিদ। ১৯৫৯ সালে ছাত্রলীগে যোগ দেয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। ১৯৭০ সালের নির্বাচনে সে সময়ের ময়মনসিংহ-১৮ (বর্তমানে কিশোরগঞ্জ-৪) আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হন আবদুল হামিদ। মুক্তিযুদ্ধ শুরু হলে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েন দেশ স্বাধীন করতে।

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির হিসেবে শপথ নেয়ার পর আবদুল হামিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে আবদুল হামিদকে স্বাধীনতা পদকে ভূষিত করে সরকার। ১৯৭৩ সালের ৭ মার্চ দেশের প্রথম সাধারণ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত হন আবদুল হামিদ। ১৯৮৬ সালের তৃতীয় সংসদ নির্বাচন, ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচন, ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচন, ২০০১ সালের অষ্টম সংসদ এবং ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

সপ্তম সংসদে ১৯৯৬ সালের ১৩ জুলাই থেকে ২০০১ এর ১০ জুলাই পর্যন্ত ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের পর ২০০১ এর ২৮ অক্টোবর পর্যন্ত স্পিকার হিসেবে সংসদ পরিচালনা করেন আবদুল হামিদ। নবম সংসদে নির্বাচিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো স্পিকার হন।

দেশের ১৯তম রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের অসুস্থতার কারণে ২০১৩ সালের ১১মার্চ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পান আবদুল হামিদ। জিল্লুর রহমানের মৃত্যুর পর ২০১৩ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। ওই বছরের ২৪ এপ্রিল শপথ নেন দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে। এরপর ২০১৮ সালের ২৪ এপ্রিল তিনি দ্বিতীয় মেয়াদে শপথ নেন। বাংলাদেশে এত দীর্ঘসময় রাষ্ট্রপতি থাকার রেকর্ড আর কারও নেই। বাংলাদেশের আইনে দুই মেয়াদের বেশি কারও রাষ্ট্রপতি থাকার সুযোগও নেই। সূত্র : দৈনিক বাংলা

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.