বুধবা, ০৯ অক্টোব ২০২৪, সময় : ০৯:৫৫ am
আন্তর্জাতিক ডেস্ক : ‘নো ভোট টু বিজেপি’ বনাম ‘মোদীপাড়া’। ভোটের আগে ‘খেলা হবে’ স্লোগানে উত্তাল রাজ্যে আক্ষরিক অর্থেই দেখা গেল টক্করের দৃশ্য। ঘটনাস্থল কলেজ স্ট্রিটের কফি হাউস। সোমবার সন্ধ্যায় সেখানে একটি প্রচারকাজে শামিল হয়েছিল বিজেপি-ঘনিষ্ঠ একটি মঞ্চ। কিন্তু এর পরে তাঁরা ‘বিজেপি-আরএসএসের বিরুদ্ধে বাংলা’ বলে একটি মঞ্চের পোস্টার ছেঁড়েন বলে অভিযোগ। সেই পোস্টারে লেখা ছিল— বিজেপি-কে একটিও ভোট নয়।
কফি হাউসের নিয়মিত মুখ কয়েক জন প্রত্যক্ষদর্শী জানান, মোদীপাড়া কর্মসূচির আহ্বায়ক গেরুয়া গেঞ্জিধারী কয়েক জন এ দিন সেখান থেকে বেরোনোর সময়ে পোস্টার ছিঁড়ছিলেন। ‘নো ভোট টু বিজেপি’ লেখার ‘নো’ অংশটুকু মুছে দিচ্ছিলেন। ঠিক সেই সময়েই কয়েক জন বামকর্মী তরুণী রুখে দাঁড়ান। বিজেপি নেতা তেজিন্দর পাল সিংহ বাগ্গা কফি হাউসে তাঁদের স্লোগানের ভিডিয়ো টুইট করেন। বিজেপি-বিরোধীরাও ফেসবুকে পোস্টার ছেঁড়ার তাণ্ডবের ছবি ছড়িয়ে দিয়েছেন। তবে এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ জমা পড়েনি।
প্রতিবাদীদের বক্তব্য, ওঁরা নিজেদের পোস্টার দেওয়ালে সাঁটতে পারেন, কিন্তু অন্যের পোস্টারে হাত কেন? আজ, মঙ্গলবার বিজেপি-বিরোধী মঞ্চটির তরফে ফের কফি হাউস তল্লাট মুড়ে দেওয়ার কথা বলে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। তবে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘ওই সব পোস্টার কারা ছাপিয়েছিল? তারা কি কমিশনের অনুমতি নিয়েছিল? তা না-হলে ছিঁড়েছে বেশ করেছে!’’ নাগরিক মঞ্চটির অবশ্য দাবি, কারা পোস্টারের প্রকাশক উল্লেখ করে নিয়ম মেনেই পোস্টার দেওয়া হয়েছিল। সূত্র : আনন্দ বাজার পত্রিকা। আজকের তানোর