সমবার, ১১ নভেম্বর ২০২৪, সময় : ০২:৩৯ pm
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
এক মাস সিয়াম সাধনার পর রাজশাহীতে ধর্ম প্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন। শনিবার (২২ এপ্রিল) রাজশাহীতে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শাহ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
ঈদের প্রধান জামাতে ইমামতি করনে জামিয়া ইসলামীয়া শাহ মখদুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, জেলা প্রশাসক শামীম আহমেদ, সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুলসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা এই জামাতে অংশ নেন।
এদিকে সকাল সাড়ে সাত’টায় ঈদের দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় মহানগর টিকাপাড়া ঈদগাহে। আর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ^বিদ্যালয়ে যথাক্রমে সকাল ৭টা ও ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও সকাল সাড়ে ৮টায় বায়তুল আমিন জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পদ্মাটাইমসের প্রকাশক ও সিইও, বিশিষ্ট সমাজসেবক আজিজুল আলম বেন্টু।
নামাজ শেষে দেশ জাতির কল্যাণ, বিশ্ব শান্তি ও বৃষ্টিপাত চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। রা/অ