বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ০৯:২৬ am
বিনোদন ডেস্ক : করোনার দীর্ঘ বিরতি শেষে আবারও সিনেমার আবহে ফিরছে বলিউড। ইতিমধ্যে শুটিং শুরুর প্রস্তুতি নিয়েছে টাইগার সিক্যুয়েলের নতুন কিস্তি ‘টাইগার থ্রি’। সিনেমাটিতে যথারীতি জুটি বেঁধে অভিনয় করবেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।
তবে চমক হিসেবে তাদের সঙ্গে এবার যোগ দেবেন ইমরান হাশমিও। ‘টাইগার থ্রি’-তে সালমানের সঙ্গে অভিনয়ে করাকে স্বপ্নপূরণের মত বলে আখ্যায়িত করেছেন হাশমি।
সম্প্রতি গণমাধ্যমে সঙ্গে আলাপকালে ইমরান হাশমি জানান, ‘টাইগার থ্রি’ সিনেমাতে অভিনয়ের সুযোগ আমার কাছে বাড়তি প্রেরণা। সিনেমাটিতে সালমান ভাইয়ের সঙ্গে অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। সত্যি বলতে আমার স্বপ্ন পূরণ হয়েছে।
আশা করছি দর্শকের জন্য দারুণ কিছু উপহার দিতে পারব।খলচরিত্রে অভিনয় করাটা উপভোগ করতে চাই।’
প্রসঙ্গত, চলতি মাসেই শুরু হতে যাচ্ছে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং। ইতিমধ্যে সিনেমাটির অ্যাকশন দৃশ্যের জন্য প্রস্তুতি শুরু করেছেন সালমান এবং ক্যাটরিনা। সূত্র: অনলাইন। আজকের তানোর