রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:২১ am
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
রাজশাহীর মোহনপুর উপজেলার অন্যতম বানিজ্যকেন্দ্র কেশরহাটের ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমাতুজ জোহুরা। ১৯ এপ্রিল বুধবার রাতে কেশরহাট কীটনাশক সূতা পট্টিতে মনিটরিংয়ের মাধ্যমে অবকাশ হোটেল মালিক রিয়াজুল ইসলামকে সতর্ক করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেশরহাট জিরোপয়েন্ট এলাকায় রয়েছে সার, কীটনাশক ও সূতা পট্টি। এসবের মধ্যে উল্লেখযোগ্য কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠান আরাফাত ট্রেডার্সের দেয়ালজুড়ে অবকাশ হোটেলের রান্নাঘর রয়েছে। প্রতিবছর হোটেলের এই রান্নাঘরের চুলার আগুন থেকে আগুণের সূত্রপাত ঘটে।
পুড়ে বিনস্ট হয় আরাফাত ট্রেডার্সসহ পার্শ্ববর্তী সূতার দোকানের আগুণ ধরে লক্ষ লক্ষ টাকার মালামাল পুড়ে বিনস্ট হয়। এবিষয়টি নিয়ে ব্যবসায়ীরা প্রতিবাদ জানালেও রিয়াজুল গুরুত্বহীনতা ও দাম্ভিকতার সাথে ওই চুলায় রান্নাকাজ চালিয়ে আসছেন। স্থানীয় ব্যবসায়িরা বিষয়টি নিরসনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার ও ফায়ার সার্ভিস বিভাগসহ প্রশাসনের অন্যান্য দফতরে লিখিত আবেদন করেন। বিয়টি গুরুত্ব দিয়ে বুধবার ঊভয়পক্ষের ব্যবসায়ীদের সাথে আলোচনা শেষে আইনি সিদ্ধান্ত গ্রহণ করেন ইউএনও। এসময় রিয়াজুল সেখানে ঝুঁপিূর্ণভাবে রান্না না করার জন্য মুচলেকা দেন।
এসময় কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ ও মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ, কেশরহাট বাজার বণিক সমিতির আহবায়ক শাহিনুর রহমান শাহিন, যুগ্মআহবায়ক মোস্তাফিজুর রহমান মুস্তাক ও মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিস অফিসার নিতাই চন্দ্রসহ অর্ধশতাধিক ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। তা/অ