সমবার, ১৬ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৪:২৭ pm
শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, (চাঁপাইনবাবগঞ্জ) :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৬ মার্চ) মঙ্গলবার সকাল ১০টায় পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি সাবিহা সুলতানা’র সভাপতিত্বে আইন-শৃংখলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগম, থানার ওসি সেলিম রেজা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তার।
সভায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও জানান, উপজেলার সর্বস্তরের আইন-শৃংখলার অবনতি না হয় সেদিকে সকলকে নিজ নিজ স্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে শ্লোগান তুলতে হবে এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে অপরাধীদের নামের তালিকা দিয়ে সহযোগিতা করার আহ্বান করা হয়।
এতে ওসি সেলিম রেজা জানান, বিশেষ করে মাদকের সাথে যারা যে কোন ভাবে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। এতে কাজে সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করি।
এছাড়াও নাচোল পৌরসভা সহ ৪টি ইউনিয়ন পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির মিটিং করে তার রেজুলেশন উপজেলার আইন-শৃঙ্খলা মিটিংয়ে দেখাতে হবে। আর ইউপি সদস্যগণসহ গ্রামপুলিশদের গ্রামপর্যায়ে মাদকের সাথে যারা জড়িত তাদের নামের তালিকা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভাপতি বরাবরে জমা দেয়ার আহ্বান জানান।