শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১০:৩০ pm
আশিক ইসলাম (বাগমারা) :
রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) অসহায় মেহনতী ১৮৭ জন দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ করেন চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলাম শাফি।
সোমবার (১৭ এপ্রিল) ইউপি চত্তরে “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ” বিনামূল্যে খাদ্য অধিদপ্তরের (ভিডব্লিউবি) পুর্বের (ভিজিডি) কর্মসূচির আওতায় সরকারি চাল বিতরণ করা হয়।
বিনামূল্যে চাল পেয়ে বেজায় খুশি হোন এই ইউপির অসহায় ও গরীব দুস্থ মহিলারা । ঈদুল ফিতরের আগে সরকারের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তারা।
চাল বিতরণে আগে আগত অসহায় ও গরীব মেহনতী মানুষদের ঈদের শুভেচ্ছা জানান চেয়ারম্যানসহ ইউপি সচিব ও উপজেলা প্রতিনিধি। এসময় সকলের সর্বাঙ্গীণ উন্নতি কামনা করা হয়।
চেয়ারম্যান ডিএম শাফি বলেন, সরকার প্রত্যন্ত এলাকার অসহায় মেহনতী মানুষদের জন্য বিনামূল্যে চাল বিতরণের মত যুগোপযোগী সিদ্ধান্ত গ্রনণ করেছেন। এজন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, ইউপি সচিব রঞ্জন কুমার, উপজেলার ট্যাগ অফিসার খলিলুর রহমান শেখসহ সকল ওয়ার্ডের সাধারণ সদস্যরা। তা/অ