শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:২৩ am
শাকিল আহমেদ, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে আলুখেতে একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছে। আজ (১৬ মার্চ) মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামের আলুখেতে বিমানটি পড়ে। সেসনা-১৫২ মডেলের এ বিমান বাংলাদেশ ফ্লাইং ক্লাবের।
তবে, পাইলটসহ বিমানে থাকা প্রশিক্ষণার্থী (ক্যাডেট) সুস্থ আছেন। তাঁদের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। বিমানটি সম্পূর্ণ উল্টো হয়ে আলুখেতে পড়ে। বিমান পড়তে দেখে প্রচুর মানুষ সেখানে ভিড় জমাই।
তানোর ফায়ার সার্ভিস অফিসের ফায়ার ফাইটার আব্দুল্লাহ আল মামুন জানান, বিমানটি সেখানে উপুড় হয়ে পড়ে। বাংলাদেশ ফ্লাইং ক্লাবের রাজশাহীর প্রশিক্ষক ক্যাপ্টেন মাহফুজুর রহমান বিমানে ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ক্যাডেট নাহিদ এরশাদ। বিমানের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। শুধু একটি চাকা খুলে গেছে। তাঁরা দুজনই সুস্থ আছে। আমাদের লোকজন ঘটনাস্থলেই রয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, রাজশাহীর হযরত শাহমখদুম (রহ.) বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ ফ্লাইং ক্লাব প্রশিক্ষণ কার্যক্রম চালায়। মঙ্গলবার দুপুরে এই বিমানবন্দর থেকেই বিমানটি উড়ে। এরপর তানোরের সিমানায় এসে বিমানে কারিগরি ক্রটি দেখা দেয়। সে সময় জরুরি অবতরণে বিমানটি আলুখেতে আছড়ে পড়ে। আজকের তানোর