সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩২ pm
আব্দুস সবুর (নিজস্ব প্রতিবেদক) :
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ দলীয় নেতাকর্মী রা ইফতার পার্টি দিতে পারবেনা। সেই নির্দেশনাকে বাস্তবে রুপ দিলেন রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন(ইউপির) চেয়ারম্যান সাবেক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি খাদেমুন নবী বাবু চৌধূরী।
২৩ রমজান শনিবার দুপুর ২ টা থেকে ইউপির অসহায় দরিদ্র প্রায় ৫ হাজার ইফতার ও প্রায় ৩ হাজারের অধিক শাড়ি এবং একই রংয়ের পাঞ্জাবী বিতরণ করেছেন। এউপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চেয়ারম্যান বাবু চৌধূরী।
তিনি বলেন, আমাকে আপনারা যে সম্মান দিয়েছেন সেটা যেন সঠিক ভাবে পালন করতে পারি। যেহেতু দলীয় ভাবে কোন ইফতার করা যাবে না। আমার ইচ্ছে ছিল প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আপনাদেরকে নিয়ে ইফতার করার একান্ত চেষ্টা ছিল।
প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন সে মোতাবেক ইফতার ও সামনে ঈদ এজন্য আমার ব্যক্তিগত তহবিল থেকে সামান্যা পরিমান উপহার দিচ্ছি, সেটা আপনারা সাদরে গ্রহন করবেন এবং আমার পরিবার ও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। শুধু শাড়ি না একই কালারের পাঞ্জাবীও দেওয়া হয়েছে।
চেয়ারম্যান সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছাও জানান। এসময় ইউপি সচিব মুস্তাক আহম্মেদ, সাবেক যুবলীগ নেতা মোজাম্মেল হক, সাবেক ইউপি সদস্য তাজিমুলসহ বর্তমান সদস্য ও দলীয় নেতাকর্মী রা উপস্থিত ছিলেন। তা/অ