মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৫:৩২ pm

সংবাদ শিরোনাম ::
একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই মোহনপুরে চুরির মালামাল উদ্ধার, ১২ ঘন্টা পর চোর আটক মোহনপুরে ঈদে মিলাদুননবী (সা:) পালিত রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত বাগমারার সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল ঢাকায় গ্রেপ্তার নগরীতে আদিবাসী নারীকে গলাকেটে হত্যা ধোবাউড়া সীমান্তে সাংবাদিক মোজাম্মেল বাবু-শ্যামল দত্তসহ আটক ৪ মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন আজ বাগমারায় বাবা দ্বিতীয় বিয়ে করায় ছেলের আত্নহত্যা শিক্ষার্থীদের আন্দোলনে যোগদান করতে পারেননি রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ নির্দিষ্ট সময়ে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে : অধ্যাপক মজিবুর মোহনপুরে দুর্বৃত্তদের আগুনে মুদির দোকান পুড়ে ছাঁই এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি আরেক ফ্যাসিস্টকে জায়গা দিতে নয় : সারজিস মোহনপুরে শিক্ষককে লাঞ্ছিত করে স্কুলের সিসি ক্যামেরাসহ জিনিসপত্র ভাংচুর বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন : লেখক, দুধরচকী
গোদাগাড়ীতে আসামী ছিনতাই, কাউন্সিলরসহ ৭ জনের জেল

গোদাগাড়ীতে আসামী ছিনতাই, কাউন্সিলরসহ ৭ জনের জেল

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে মাদক সেবন ও সাজাপ্রাপ্তা আসামীকে ছিনিয়ে নেয়ার অভিযোগে পৌরসভার কাউন্সিলরসহ সাতজনকে কারাদন্ড দেয়া হয়েছে। সোমবার রাতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেন। সোমবার বিকেলে পৌরসভা এলাকার বুজরুজ রাজারামপুর হলের মোড়ের পাশের একটি বাগান থেকে মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে আটক করা হয়।

এছাড়া মাদক মামলায় সাজাপ্রাপ্ত ৫ আসামীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ছিনিয়ে নেয়। তবে পরে পুলিশ গিয়ে তাদের ফের আটক করে। এ সময় আসামী ছিনতাইয়ের অভিযোগে একজন কাউন্সিলরসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের দুইজনকেও সাজা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান, সাদ্দাম, সুমনসহ মোট ৫ জনকে হাতে নাতে আটক করে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে তাদের কে আটক করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহারের নিকট নিয়ে যায়। এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের মাদক সেবনের জন্য ১ মাসের কারাদন্ড প্রদান করে।

এর আগে আটককৃতদের ছাড়াতে জোর তদবির করে স্থানীয় যুবলীগের ও ছাত্রলীগ নেতারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের তদবিরে কর্ণাপত না করলে এক পর্যায়ে সেখানে চিৎকার-চেঁচামেচি করে সাজাপ্রাপ্ত আসামীদের ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জানে আলম ও গোদাগাড়ী মডেল থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারীর সহযোগিতায় ছিনতাই হওয়ায় ৫ আসামীকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কাউসার মাসুম ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলামকে আটক করে। পরে তাদের এক মাস করে কারাদন্ড দেওয়া হয়। ওই পাঁচজনের সাজা বাড়িয়ে এক বছর করা হয়েছে।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে কল ও এসএমএস দিয়ে কোন সাড়া পাওয়া যায়নি তার। তবে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জানে আলম বলেন, পালিয়ে যাওয়া ৫ আসামীকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তাদের পালাতে সহযোগিতা করায় দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।

অপরদিকে, ঘটনার বিষয়ে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ শাখার গোদাগাড়ীর অভিযানে দায়িত্বে থাকা সহকারি পরিদর্শক আশরাফুলের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। আর গোদাগাড়ী মডেল থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী ঘটনার বিস্তারিত জানতে গোদাগাড়ী সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রোট নাজমুন নাহারের সাথে যোগাযোগ করতে বলেন। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.